২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দুর্নীতির অভিযোগ, হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো হু
ইমামা খাতুন
- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 184
পুবের কলম ওয়েব ডেস্ক: হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক গেব্রিয়েসুস। মেল করে এই তথ্য জানিয়েছেন তিনি। বলা বাহুল্য, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের ৪ মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। সায়মার অফিস দিল্লিতে। ২০২৪ থেকে তিনি দিল্লিতে বাস করছেন।
সায়না ওয়াজেদের স্থলাভিষিক্ত হবেন হু’র সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহেম। তিনি আগামী মঙ্গলবার থেকে দায়িত্ব নেবেন। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।































