গাজায় হামলার প্রতিবাদে সরব হতে আহ্বান Salim-এর

- আপডেট : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 57
ঈদ-রামনবমী: ধর্মীয় উসকানির বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ করবে বামেরা
পুবের কলম প্রতিবেদক: সামনেই ঈদ ও রামনবমী। এই সময় কিছু শক্তি সাম্প্রদায়িক উসকানি দিয়ে অশান্তির চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতির মোকাবিলা করতে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহজুড়ে সম্প্রীতি শিবির করবে সিপিআইএম। অন্যান্য বাম শরিকরাও এতে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম (Mohammed Salim)। একইসঙ্গে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্দে মানুষকে সরব হতে আহ্বান জানান তিনি।
এ দিন মুহাম্মদ সেলিম বলেন, রামনবমী এবং ঈদকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে রাস্তায় থাকবেন সিপিআইএম কর্মীরা। তিনি আরও বলেন, দাঙ্গার পর শান্তি মিছিল করার থেকে জরুরি আগে থেকে পদক্ষেপ নেওয়া। উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে শান্তি বজায় রাখতে সক্রিয় থাকবেন সিপিআইএম কর্মীরা। এর পাশাপাশি রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধী সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বানও জানান সেলিম (Mohammed Salim)। বিভিন্ন ধর্মীয় উপাসনা স্থলের সামনে মানববন্ধন করা, জায়গায় জায়গায় সম্প্রীতি সমাবেশ ইত্যাদির মাধ্যমে মানুষের মধ্যে সদ্ভাব ও সহাবস্থানের বার্তা দেওয়ার কাজ করবে বামেরা।
আরও পড়ুন: হিংসা সমর্থনযোগ্য নয়, নাগপুর নিয়ে স্পষ্ট বার্তা Mamata-র
এ দিন সেলিম, শুভেন্দু অধিকারীর বিদ্বেষ-ভাষণ নিয়ে বলতে গিয়ে বলেন, রাজ্যের বুকে দাঁড়িয়ে যারা মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে, সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ করছে না। রাজ্যের বিভিন্ন থানায় বামপন্থী কর্মী সমর্থকরা অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর সাম্প্রদায়িক ভাষণের বিরুদ্ধে। অন্যদিকে ভোটার লিস্টের প্রসঙ্গে সেলিম (Mohammed Salim) বলেন, এত দিন ভোটার লিস্ট নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দল চিৎকার করছিল। এখন বলছেন ভোট ভালো ভাবে হয়। তালিকা যদি ঠিক না থাকে তাহলে কী করে ভালোভাবে ভোট হতে পারে!
আরও পড়ুন: R.G. Kar মামলায় গতি! ৭ জন নার্সকে তলব সিবিআইয়ের
আর গাজায় সংঘর্ষবিরতির সম্ভাবনা খতম করতে ইসরাইলের হামলার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। সেই প্রসঙ্গে মুহাম্মদ সেলিম (Mohammed Salim) বলেন, সংঘর্ষবিরতি চলাকালীন গাজায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে রাজ্যের সর্বস্তরের মুক্তিকামী মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হওয়ার জন্য। বামেরা বরাবর গাজার মানুষের স্বাধীনতা নিয়ে লড়াইকে সমর্থন করে। হানদার ইসরাইলের বিরুদ্ধে সরব থাকে, সে কথাও উঠে আসে।