প্লেঅফের আগে শিবির ছাড়ছেন শাকিব আল হাসান ! বিপাকে পড়তে পারে KKR
- আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্কঃ আইপিএলের এলিমিনেটরে কাল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। যদিও এই ম্যাচ এবং দ্বিতীয় কোয়ালিফায়ার কিংবা ফাইনালেও এই দুই দল পাবে না মোট তিন ক্রিকেটারকে। টি ২০ বিশ্বকাপ শুরু হতে বাকি এক সপ্তাহ। তার আগে বিভিন্ন দেশ প্রস্তুতি ম্যাচ খেলছে। এই পরিস্থিতিতে ওই তিন ক্রিকেটারকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আসলে শাকিব আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের শিবিরে যোগ দেবেন। কারণ বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেনি। তাঁদের কোয়ালিফায়ারে খেলতে হবে। আর তাই নাইট শিবিরের বায়োবাবল থেকে বেরিয়ে যাবেন শাকিব আল হাসান। সূত্রের খবর, আইপিএলের বায়োবাবল থেকে জাতীয় দলের শিবিরে যোগ দেবেন তিনি। তবে সেখানে তাঁকে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরই সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামবেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার শাকিব আল হাসান প্লে অফে খেলতে পারবেন না। একইভাবে শ্রীলঙ্কা দলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গা ও দুষ্মন্ত চামিরাকে। শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটারকে না পেলেও খুব বেশি বেগ পেতে হবে না বিরাট কোহলির আরসিবিকে। তবে শাকিবের না থাকা অবশ্যই কেকেআরের জন্য বড় ধাক্কা।
তবে সোমবার প্লে অফ যুদ্ধে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে কিছুটা স্বস্তি দেবে আন্দ্রে রাসেলের ফিট হয়ে যাওয়া। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। সোমবার রাসেল ফিরছেন।পুরো ফিট । এতদিন রাসেল শুধু নেটে ব্যাটিং করছিলেন। শনিবার বোলিংও করেছেন একেবারে পুরো ছন্দে। আর রাসেলের থাকা মানে টিমের আত্মবিশ্বাস যে আরও অনেক বেড়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না।