টি-২০ বিশ্বকাপে নেই শামি

- আপডেট : ১১ মার্চ ২০২৪, সোমবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে মুহাম্মদ শামিকে পাচ্ছে না ভারত। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। কয়েকদিন আগেই শামির গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। মনে করা হয়েছিল শামিকে হয়ত টি-২০ বিশ্বকাপে পাওয়া যাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে শামির যা শারীরিক অবস্থা, তাতে তিনি সুস্থ হলেও এখনই পুরো দমে ক্রিকেট খেলার মতো অবস্থায় থাকবেন না। কারণ তাঁর পুরোদমে মাঠে ফিরতে অন্তত চার থেকে পাঁচ মাস সময় লাগবে। তাই আইপিএলে তো তাঁকে পাওয়া যাবেই না। এবার বিসিসিআই ঠিক করেছে শামিকে টি-২০ বিশ্বকাপেও খেলানো হবে না।
টি-২০ বিশ্বকাপের পর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই টেস্ট সিরিজে শামিকে ভারতীয় দলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে নেওয়া হতে পারে।’ জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। তা সফল। তিনি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে। টি-২০ বিশ্বকাপে নয়।’