০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

চামেলি দাস
- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 45
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার অর্থাৎ ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রাজ্য বিজেপির সভাপতির নাম। সুকান্ত মজুমদারের উত্তরসূরি বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য।
সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় শমীক ভট্টাচার্যকে। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতারা।
রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই ‘গান্ধীগিরি’ শমীক ভট্টাচার্যের। তিনি এ দিন বলেন, ‘যাঁরা বোমা ছোড়েন তাঁদের হাতে কলম ধরাতে চাই।’