০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

চামেলি দাস
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার অর্থাৎ ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রাজ্য বিজেপির সভাপতির নাম। সুকান্ত মজুমদারের উত্তরসূরি বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য।

সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় শমীক ভট্টাচার্যকে। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতারা।

রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই ‘গান্ধীগিরি’ শমীক ভট্টাচার্যের। তিনি এ দিন বলেন, ‘যাঁরা বোমা ছোড়েন তাঁদের হাতে কলম ধরাতে চাই।’

আরও পড়ুন: শমীক ভট্টাচার্য হচ্ছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি: ২০২৬ বিধানসভা ভোটের আগে নেতৃত্বে পরিবর্তন

তিনি আদি ও নব্য বিজেপি কর্মীদের বার্তা দিতে বলেন, ‘পুরনোদের মনে রাখতে হবে নতুন মানুষ দলে না এলে পার্টি বড় হবে না। নতুনদের মনে রাখতে হবে পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও দলের পতাকাটা ধরে রেখেছিলেন। তাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছেন।’

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

 

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার অর্থাৎ ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রাজ্য বিজেপির সভাপতির নাম। সুকান্ত মজুমদারের উত্তরসূরি বিজেপির রাজ্য সভাপতি হলেন শমীক ভট্টাচার্য।

সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় শমীক ভট্টাচার্যকে। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন বিজেপির তাবড় তাবড় নেতারা।

রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই ‘গান্ধীগিরি’ শমীক ভট্টাচার্যের। তিনি এ দিন বলেন, ‘যাঁরা বোমা ছোড়েন তাঁদের হাতে কলম ধরাতে চাই।’

আরও পড়ুন: শমীক ভট্টাচার্য হচ্ছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি: ২০২৬ বিধানসভা ভোটের আগে নেতৃত্বে পরিবর্তন

তিনি আদি ও নব্য বিজেপি কর্মীদের বার্তা দিতে বলেন, ‘পুরনোদের মনে রাখতে হবে নতুন মানুষ দলে না এলে পার্টি বড় হবে না। নতুনদের মনে রাখতে হবে পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও দলের পতাকাটা ধরে রেখেছিলেন। তাঁরা দলটাকে এই জায়গায় নিয়ে এসেছেন।’

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

 

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা