২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না

চামেলি দাস
  • আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 129

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে ভুয়ো ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে।বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু সেন। তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য  তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে। চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।

কাউন্সিল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোন‌ও অনিয়ম হয়নি বলে দাবি করেছেন শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই দেন, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য ১০ হাজার টাকা জমা দিয়েছেন তিনি। সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টোয় ডাকা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

 

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

আরও পড়ুন: শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স বাতিলের নির্দেশ খারিজ হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, ২ বছর ডাক্তারি করতে পারবেন না

আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে ভুয়ো ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে।বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু সেন। তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য  তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে। চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।

কাউন্সিল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোন‌ও অনিয়ম হয়নি বলে দাবি করেছেন শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই দেন, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য ১০ হাজার টাকা জমা দিয়েছেন তিনি। সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টোয় ডাকা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

 

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

আরও পড়ুন: শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স বাতিলের নির্দেশ খারিজ হাইকোর্টের