১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেককারী শ্রেয়সকে টুপি তুলে দিলেন গাভাসকর

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 94

পুবের কলম ওয়েবডেস্কঃ  টেস্ট ক্রিকেটে অভিষেক হল ভারতের শ্রেয়স আইয়ারের। কানপুরে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেছেন    শ্রেয়স। এই তরুণ ভারতীয় ব্যাটসম্যানের  হাতে টুপি তুলে দিলেন কিংবদন্তি  সুনীল গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়কের কাছ থেকে টুপি পেয়ে অভিভূত  শ্রেয়স।

রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পরে নতুন রীতি চালু হয়েছে ভারতীয় ক্রিকেটে। এর আগে দলের কোচ বা কোনও সিনিয়ার ক্রিকেটার অভিষেককারী খেলোয়াড়কে টুপি  দিতেন। তাতে বদল এনেছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ায় এই ধরনের রীতি রয়েছে।

আরও পড়ুন: শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

এবার সেই রীতি চালু হল ভারতীয় ক্রিকেটেও। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেককারী হর্ষল প্যাটেলের হাতে টুপি তুলে দেন  ভারতের প্রাক্তন জোরে বোলার অজিত আগরকর। প্রসঙ্গত– প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। সিরিজেই নেই রোহিত শর্মা– তারপরে  চোট পেয়ে ছিটকে গিয়েছেন কে এল রাহুলও। তাদের অনুপস্থিতিতে  প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শ্রেয়স।

আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেককারী শ্রেয়সকে টুপি তুলে দিলেন গাভাসকর

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  টেস্ট ক্রিকেটে অভিষেক হল ভারতের শ্রেয়স আইয়ারের। কানপুরে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেছেন    শ্রেয়স। এই তরুণ ভারতীয় ব্যাটসম্যানের  হাতে টুপি তুলে দিলেন কিংবদন্তি  সুনীল গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়কের কাছ থেকে টুপি পেয়ে অভিভূত  শ্রেয়স।

রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পরে নতুন রীতি চালু হয়েছে ভারতীয় ক্রিকেটে। এর আগে দলের কোচ বা কোনও সিনিয়ার ক্রিকেটার অভিষেককারী খেলোয়াড়কে টুপি  দিতেন। তাতে বদল এনেছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ায় এই ধরনের রীতি রয়েছে।

আরও পড়ুন: শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

এবার সেই রীতি চালু হল ভারতীয় ক্রিকেটেও। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেককারী হর্ষল প্যাটেলের হাতে টুপি তুলে দেন  ভারতের প্রাক্তন জোরে বোলার অজিত আগরকর। প্রসঙ্গত– প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। সিরিজেই নেই রোহিত শর্মা– তারপরে  চোট পেয়ে ছিটকে গিয়েছেন কে এল রাহুলও। তাদের অনুপস্থিতিতে  প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শ্রেয়স।

আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের