০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ, ট্যুইটে জানালেন মহারাজ নিজেই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুন ২০২২, বুধবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: বিসিসিআই সভাপতির পদ থেকে কি সরে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বুধবার সৌরভ গাঙ্গুলীর নিজের একটি টুইট থেকে তেমনি সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সৌরভ সেখানে বলেছেন,’নতুন যাত্রা শুরু করছি,  সকলের শুভেচ্ছা চাই ।’ বিষয়টি নিয়ে ধন্দে পড়েছে  ক্রিকেটমহল।  সৌরভ লিখেছেন,’১৯৯২ সালে ক্রিকেটের যে নতুন অভিযান আমি শুরু করেছিলাম সেই সফর ২০২২ সালে এসে ৩০ বছর পূর্ণ করল। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে সকলের সমর্থন পেয়েছি আমি। ব্যক্তিগত বহু মানুষের সমর্থন পেয়েছি যারা আমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আজ আমি নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেছি। আশা করব এখানে বহু মানুষের সমর্থন পাব। এটাও প্রত্যাশা করছি আপনারা আগে আমাকে যেভাবে সমর্থন করে এসেছেন এখনো আমাকে সেই ভাবেই সমর্থন করবেন।’

আর সৌরভের এই টুইট ঘিরেই জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে গিয়েছিলেন সৌজন্য ডিনার করতে। অনেকেরই মনে আশা জেগেছে হয়তো রাজনীতিতে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভ সেদিনেও পরিষ্কার করে বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খুব কাছের মানুষ। রাজনীতিতে তিনি ভুলেও আসতে চান না।

অন্য কি কারণ থাকতে পারে সৌরভের বিসিসিআই সভাপতির পদ ছাড়ার জন্য? কয়েকদিন আগে শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলী আইসিসির চেয়ারম্যান হতে পারেন। আর তিনি ছাড়া এই মুহূর্তে আর কোনো যোগ্য প্রার্থী সেভাবে সামনে আসছেন না। তাই আইসিসি চেয়ারম্যান হতে গেলে সৌরভকে বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়তেই হতো। তাছাড়া কয়েকদিনের মধ্যেই বিসিসিআই সভাপতি হিসেবে তার মেয়াদও শেষ হচ্ছিল। তাই আগেভাগেই ছেড়ে দিয়ে তিনি কিছু নতুন ইঙ্গিত দিতে চাইলেন। যদিও তিনি যে বিসিসিআই সভাপতির পদ ছেড়ে দিয়েছেন এমনটাও কিন্তু নিশ্চিত করে বলেননি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ, ট্যুইটে জানালেন মহারাজ নিজেই

আপডেট : ১ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিসিসিআই সভাপতির পদ থেকে কি সরে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বুধবার সৌরভ গাঙ্গুলীর নিজের একটি টুইট থেকে তেমনি সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সৌরভ সেখানে বলেছেন,’নতুন যাত্রা শুরু করছি,  সকলের শুভেচ্ছা চাই ।’ বিষয়টি নিয়ে ধন্দে পড়েছে  ক্রিকেটমহল।  সৌরভ লিখেছেন,’১৯৯২ সালে ক্রিকেটের যে নতুন অভিযান আমি শুরু করেছিলাম সেই সফর ২০২২ সালে এসে ৩০ বছর পূর্ণ করল। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে সকলের সমর্থন পেয়েছি আমি। ব্যক্তিগত বহু মানুষের সমর্থন পেয়েছি যারা আমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আজ আমি নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেছি। আশা করব এখানে বহু মানুষের সমর্থন পাব। এটাও প্রত্যাশা করছি আপনারা আগে আমাকে যেভাবে সমর্থন করে এসেছেন এখনো আমাকে সেই ভাবেই সমর্থন করবেন।’

আর সৌরভের এই টুইট ঘিরেই জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে গিয়েছিলেন সৌজন্য ডিনার করতে। অনেকেরই মনে আশা জেগেছে হয়তো রাজনীতিতে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভ সেদিনেও পরিষ্কার করে বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খুব কাছের মানুষ। রাজনীতিতে তিনি ভুলেও আসতে চান না।

অন্য কি কারণ থাকতে পারে সৌরভের বিসিসিআই সভাপতির পদ ছাড়ার জন্য? কয়েকদিন আগে শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলী আইসিসির চেয়ারম্যান হতে পারেন। আর তিনি ছাড়া এই মুহূর্তে আর কোনো যোগ্য প্রার্থী সেভাবে সামনে আসছেন না। তাই আইসিসি চেয়ারম্যান হতে গেলে সৌরভকে বিসিসিআইয়ের সভাপতি পদ ছাড়তেই হতো। তাছাড়া কয়েকদিনের মধ্যেই বিসিসিআই সভাপতি হিসেবে তার মেয়াদও শেষ হচ্ছিল। তাই আগেভাগেই ছেড়ে দিয়ে তিনি কিছু নতুন ইঙ্গিত দিতে চাইলেন। যদিও তিনি যে বিসিসিআই সভাপতির পদ ছেড়ে দিয়েছেন এমনটাও কিন্তু নিশ্চিত করে বলেননি।