২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 548

পুবের কলম ওয়েবডেস্ক:  এসএসসি নিয়োগে রইল না কোনও বাধা। বড়সড় স্বস্তি রাজ্য সরকারের। গত ৩০ মে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির ত্রুটি উল্লেখ করে হাইকোর্টে মামলা করা হয়। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে ‘না’ বলল কলকাতা হাইকোর্ট। ১৬ জুন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি।

২০১৬ সালে এসএসসি-র গোটা প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি রাতারাতি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার, এসএসসি। জারি হয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

সুপ্রিম কোর্টের নির্দশ মতো নতুন করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তিতে ত্রুটির কথা উল্লেখ করে চাকরিপ্রার্থীদের একাংশ হাইকোর্টে মামলা করে। আইনজীবী ফিরদৌস শামিম, তরুণজ্যোতি তিওয়ারিদের আবেদন ছিল, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি হোক। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি ২০১৬ সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সুযোগ আরও কমে যাবে।

আরও পড়ুন: সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

সোমবার শুনানিতে তাঁদের সওয়াল-জবাব শেষে সেই আবেদন খারিজ করে দিলেন হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্যর মন্তব্য, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলুক। এর মধ্যে ফের কোনও অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে এই মামলা শুনবে উচ্চ আদালত।

আরও পড়ুন: নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  এসএসসি নিয়োগে রইল না কোনও বাধা। বড়সড় স্বস্তি রাজ্য সরকারের। গত ৩০ মে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তির ত্রুটি উল্লেখ করে হাইকোর্টে মামলা করা হয়। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে ‘না’ বলল কলকাতা হাইকোর্ট। ১৬ জুন থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি।

২০১৬ সালে এসএসসি-র গোটা প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি রাতারাতি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার, এসএসসি। জারি হয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

সুপ্রিম কোর্টের নির্দশ মতো নতুন করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তিতে ত্রুটির কথা উল্লেখ করে চাকরিপ্রার্থীদের একাংশ হাইকোর্টে মামলা করে। আইনজীবী ফিরদৌস শামিম, তরুণজ্যোতি তিওয়ারিদের আবেদন ছিল, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি হোক। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি ২০১৬ সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সুযোগ আরও কমে যাবে।

আরও পড়ুন: সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

সোমবার শুনানিতে তাঁদের সওয়াল-জবাব শেষে সেই আবেদন খারিজ করে দিলেন হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্যর মন্তব্য, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলুক। এর মধ্যে ফের কোনও অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে এই মামলা শুনবে উচ্চ আদালত।

আরও পড়ুন: নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা