প্রবল কম্পনে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামির সতর্কতা

- আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: এখনও তুরস্কে ও সিরিয়া স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বড় বড় বহুতল। সেই আতঙ্কের মধ্যেই ফের প্রবল কম্পনে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। বৃহস্পতিবার সকালবেলা সেই দেশের উত্তর দিকের কেরমাডেক দ্বীপপুঞ্জ এই জোরালো কম্পনে কেঁপে ওঠে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা। আমেরিকার সুনামি পর্যবেক্ষণ বিভাগ সুনামির সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার (৬.২১ মাইল) নীচে। ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যে একাধিক জনবসতিহীন দ্বীপে সুনামির আশঙ্কা রয়েছে।
ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নিউজিল্যান্ডে সুনামি হওয়ার কোনও আশঙ্কা নেই। কারণ দেশটি ভূমিকম্প প্রবণ। কারণ দু’টি মূল টেকটনিক প্লেট, প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেটের সীমানায় অবস্থিত নিউজিল্যান্ড। কেরমাডেক দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ডের রাজধানীর উত্তর-পূর্বে অবস্থিত। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের সূত্রে খবর, আগ্নেয়দ্বীপটি প্রায়শই ভূকম্পনে কেঁপে ওঠে।