২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মা উড়ালপুলে হঠাৎ গাড়ি বিকল? এক ফোনেই মিলবে সহায়তা, ‘ব্রেকডাউন’ হেল্পলাইন চালু করল খোদ কলকাতা পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 38

পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার দীর্ঘতম উড়ালপুল গুলোর মধ্যে ‘মা’ উড়ালপুল অন্যতম, দৈর্ঘ্য প্রায় ৯.২ কিলোমিটার। এই উড়ালপুলে একবার উঠলে আর থামার কোন নিয়ম নেই।প্রায় রোজই এই সেতুর উপর বিকল হয়ে যায় কোনো না কোনো গাড়ি। এতে শুধু যে যান চলাচল ব্যাহত হয় তাই নয়, নানাভাবে হয়রান হন গাড়ির চালকও।

 

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

সমীক্ষা বলে, এই মুহূর্তে শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল এটি। তবে তাতে বিপত্তিও ঘটে হাজার খানেক। এবার তার সমাধান নিয়ে এগিয়ে এল খোদ কলকাতা পুলিশ। নিত্যযাত্রী ও গাড়ির চালকদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

 

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

উল্লেখ্য,কলকাতা পুলিশের ফেসবুক পেজে ইতিমধ্যেই ‘ব্রেকডাউন হেল্পলাইন’ এর কথা জানানো হয়েছে। তাতে দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বর (১০৭৩)।এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য।

 

মা’ উড়ালপুলের উপর কোনও গাড়ি বিপাকে পড়লে বা যান্ত্রিক সমস্যার মুখোমুখি হয়ে বিকল হয়ে পড়লে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। কলকাতা পুলিশের তরফে তৎক্ষণাৎ সাহায্য পাঠানো হবে গাড়ির চালকের জন্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মা উড়ালপুলে হঠাৎ গাড়ি বিকল? এক ফোনেই মিলবে সহায়তা, ‘ব্রেকডাউন’ হেল্পলাইন চালু করল খোদ কলকাতা পুলিশ

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার দীর্ঘতম উড়ালপুল গুলোর মধ্যে ‘মা’ উড়ালপুল অন্যতম, দৈর্ঘ্য প্রায় ৯.২ কিলোমিটার। এই উড়ালপুলে একবার উঠলে আর থামার কোন নিয়ম নেই।প্রায় রোজই এই সেতুর উপর বিকল হয়ে যায় কোনো না কোনো গাড়ি। এতে শুধু যে যান চলাচল ব্যাহত হয় তাই নয়, নানাভাবে হয়রান হন গাড়ির চালকও।

 

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

সমীক্ষা বলে, এই মুহূর্তে শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল এটি। তবে তাতে বিপত্তিও ঘটে হাজার খানেক। এবার তার সমাধান নিয়ে এগিয়ে এল খোদ কলকাতা পুলিশ। নিত্যযাত্রী ও গাড়ির চালকদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

 

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

উল্লেখ্য,কলকাতা পুলিশের ফেসবুক পেজে ইতিমধ্যেই ‘ব্রেকডাউন হেল্পলাইন’ এর কথা জানানো হয়েছে। তাতে দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বর (১০৭৩)।এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য।

 

মা’ উড়ালপুলের উপর কোনও গাড়ি বিপাকে পড়লে বা যান্ত্রিক সমস্যার মুখোমুখি হয়ে বিকল হয়ে পড়লে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। কলকাতা পুলিশের তরফে তৎক্ষণাৎ সাহায্য পাঠানো হবে গাড়ির চালকের জন্য।