আধার বাতিল করলে বিহারে লক্ষ লক্ষ ভোটার বঞ্চিত হতে পারেন: সিব্বল
সুপ্রিম কোর্ট: শুরু ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার শুনানি

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 73
পুবের কলম ওয়েবডেস্ক: আধার কার্ডকে ভোটার তালিকার বৈধ নথি হিসেবে অগ্রাহ্য করলে বিহারসহ দেশজুড়ে গণহারে ভোটারদের disenfranchise হওয়ার আশঙ্কা তৈরি হবে, সুপ্রিম কোর্টে এমনই সতর্কবার্তা দিলেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল।
বুধবার এক গুরুত্বপূর্ণ শুনানিতে তিনি বলেন, ভারতের গণপরিষদ আইন, ১৯৫০-এর ১৯ নম্বর ধারা অনুযায়ী, নির্ধারিত যোগ্যতার তারিখে ১৮ বছর পূর্ণ হওয়া ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণভাবে বসবাস করলেই একজন নাগরিক ভোটার তালিকায় নাম তোলার অধিকারী হন।
সিব্বল বলেন, কোনও ব্যক্তির নাগরিকত্ব নেই—এটা প্রমাণ করার দায় ভোটার নয়, বরং প্রশাসনের। অথচ আধার কার্ডকে অগ্রাহ্য করে SIR (বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ায় যেভাবে তথ্য যাচাই করা হচ্ছে, তা বহু নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিকে এগোচ্ছে।
তিনি বিহার সরকারের একটি সমীক্ষার তথ্য তুলে ধরে বলেন, রাজ্যের মাত্র ১৪.১ শতাংশ মানুষের মাধ্যমিক পাশের সনদ আছে এবং মাত্র ২ শতাংশের পাসপোর্ট রয়েছে। কিন্তু ৮৭ শতাংশ মানুষের আধার কার্ড রয়েছে। তাই আধারকে যদি প্রমাণ হিসেবে মান্যতা না দেওয়া হয়, তবে লাখ লাখ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন।