দুদকের মামলায় মুক্তি পেলেন তারেক রহমান ও স্ত্রী জুবাইদা

- আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
- / 189
পুবের কলম ওয়েবডেস্ক: আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। আজ, বুধবার, ঢাকার হাইকোর্ট এই রায় ঘোষণা করে।
বিচারপতি মুহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ জুবাইদা রহমানের আপিল গ্রহণ করে আগের দণ্ড বাতিল করে দেয়। এর আগে ২৬ মে মামলার শুনানি শেষ হয় এবং আজকের দিন রায় ঘোষণার জন্য ধার্য ছিল।
জুবাইদার পক্ষ থেকে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
২০২৩ সালের নভেম্বর মাসে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি প্রজ্ঞাপন জারি করে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপর চলতি বছর ৬ মে জুবাইদা রহমান দীর্ঘ ১৬ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন।
দেশে ফিরে তিনি আপিল করার জন্য বিলম্ব মাফ চেয়ে আবেদন করেন এবং হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে ১৪ মে জামিন-সহ আপিল গ্রহণ করে। আজ তারই চূড়ান্ত রায়ে তিনি সম্পূর্ণ খালাস পেলেন।
রাজনৈতিক মহলে এই রায় নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে, এটি বিএনপির পক্ষের জন্য স্বস্তির খবর হলেও, দুর্নীতি মামলার খালাস প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা।