১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেতনবৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা

মারুফা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 204

পুবের কলম প্রতিবেদক : বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ধর্মতলা চত্বরে। মঙ্গলবার শিয়ালদহ থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে তারা রওনা দেয়। কিন্তু পথেই তাঁদের আটকে দেয় পুলিশ। পড়ে যান ব্যারিকেডের সামনে। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নিউ মার্কেট থানার সামনে। অভিযানের খবর আসা মাত্রই পুলিশের পক্ষ থেকে আগেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। বাধা পেয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন মিড মিলের কর্মীরা।

মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরেই একজন বলেন, ‘আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাঁরা মানতে পারছে না। আমাদের আন্দোলনকে তাঁরা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে।

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

কিন্তু পুরুষ পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমাদের দাবি ১০ মাস নয়, ১২ মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে। আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। আমরা এখান থেকে নড়ছি না।’

আরও পড়ুন: তাপ প্রবাহে কারও মৃত্যু হলে এখন থেকে পাবে দু লক্ষ টাকা, নয়া ঘোষণা নবান্নের

মিছিল থেকেই ক্ষোভে ফেটে পড়লেন আরও একাধিক আন্দোলনকারী। একজন স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের নুন্যতম ২৬ হাজার টাকা বেতন দিতে হবে। কেন সরকার আমাদের দাবি মানছে না? আমরা হাড়ভাঙা পরিশ্রম করি। পুজোর সময় ক্লাবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিচ্ছে। আর আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের কেন পুজোর বোনাস দেবে না?’

আরও পড়ুন: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেতনবৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক : বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ধর্মতলা চত্বরে। মঙ্গলবার শিয়ালদহ থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে তারা রওনা দেয়। কিন্তু পথেই তাঁদের আটকে দেয় পুলিশ। পড়ে যান ব্যারিকেডের সামনে। ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় নিউ মার্কেট থানার সামনে। অভিযানের খবর আসা মাত্রই পুলিশের পক্ষ থেকে আগেই ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল। বাধা পেয়ে ব্যারিকেডের উপর উঠে পড়েন মিড মিলের কর্মীরা।

মিছিল থেকেই ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। ক্ষোভের সুরেই একজন বলেন, ‘আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাঁরা মানতে পারছে না। আমাদের আন্দোলনকে তাঁরা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে।

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

কিন্তু পুরুষ পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমাদের দাবি ১০ মাস নয়, ১২ মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে। আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। আমরা এখান থেকে নড়ছি না।’

আরও পড়ুন: তাপ প্রবাহে কারও মৃত্যু হলে এখন থেকে পাবে দু লক্ষ টাকা, নয়া ঘোষণা নবান্নের

মিছিল থেকেই ক্ষোভে ফেটে পড়লেন আরও একাধিক আন্দোলনকারী। একজন স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের নুন্যতম ২৬ হাজার টাকা বেতন দিতে হবে। কেন সরকার আমাদের দাবি মানছে না? আমরা হাড়ভাঙা পরিশ্রম করি। পুজোর সময় ক্লাবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিচ্ছে। আর আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে পারি না। আমাদের কেন পুজোর বোনাস দেবে না?’

আরও পড়ুন: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন