২০২৬ বিশ্বকাপ হবে আফ্রিকার কেপ ভার্দে

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 64
পুবের কলম প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নজির গড়লো পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। আজ এসোয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শীর্ষে পৌঁছে গেল তারা। পিছনে ফেলে দিল ক্যামেরুনের মতন শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশকে। প্রথম অর্ধেই এগিয়ে যায় কেপ ভার্দে। বাকি গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে। গ্রুপ ডি তে ২৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান দখল করলো। ২৫ বছর আন্তর্জাতিক ফুটবলে রয়েছে পশ্চিম আফ্রিকার এই ছোট্ট দেশটি। কিন্তু এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপে খেলার সৌভাগ্য অর্জন করতে পারেনি।
২০২৬ সালে তারা প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলবে। আফ্রিকার দেশ হিসেবে কেপ ভার্দের সঙ্গে যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিশিয়া, মিশর, আলজেরিয়া আর ঘানা। মাত্র ৫ লক্ষ ২৫ হাজার মানুষের বাস আফ্রিকার এই ছোট্ট দেশটিতে। তাদের ফুটবল সংস্থার কাছেও অর্থ খুব একটা বেশি নেই। কিন্তু কিশোর থেকে তরুণ, দেশের প্রত্যেক প্রজন্মের কাছে ফুটবল অন্য অনেক কিছুর থেকে বেশি প্রিয়। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার পর দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন কোচ পেড্রো ব্রিটো। কেপ ভার্দের বেশিরভাগ ফুটবলারেরই জন্ম দেশের বাইরে। কিন্তু তাদের বাবা-মা ও পূর্বপুরুষ সবাই কেপ ভার্দের মানুষ। ছোট্ট দেশের স্বাধীনতা আন্দোলনে কারোর অবদান কম নয়। একটা সময় পর্তুগালের উপনিবেশ ছিল আফ্রিকার এই ছোট্ট দেশটি। পর্তুগিজ উপনিবেশ থেকে বেরিয়ে এসে ১৯৭৫ সালে স্বাধীনতা পায় কেপ ভার্দে। বিশ্বকাপে যোগ্যতা অর্জন আরও একটা স্বাধীনতালাভ বলে মনে করছেন ছোট্ট দেশটির আমজনতা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো শুভেচ্ছা জানিয়েছেন কেপ ভার্দের মানুষকে। তিনি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কেপ ভার্দের বিশ্বকাপে যোগ্যতা অর্জন তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও উদ্বুদ্ধ করবে।’