০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শুকিয়ে যাচ্ছে ইতালির ভেনিসের খাল

ইমামা খাতুন
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 111

পুবের কলম ওয়েবডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় শহর ভেনিস পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য। ভেনিসজুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য খাল। এসব খালের স্বচ্ছ পানিতে নৌকায় (স্থানীয়ভাবে গন্ডোলা নামে পরিচিত) চড়ে শহরজুড়ে ঘুরে বেড়াতে ভেনিসে ভিড় করেন অসংখ্য পর্যটক। তবে ভেনিসের পুরোনো চিত্র এখন বদলে গেছে। খালগুলোয় পানি নেই। শুকিয়ে যাওয়া খালে কাদায় আটকে আছে নৌকা। পর্যটকদের কাছে যেন আকর্ষণ হারিয়েছে ভেনিস।

খালগুলো শুকিয়ে যাওয়ার জন্য কম বৃষ্টিপাত, ভেনিসে বাতাসের উচ্চ চাপ, পূর্ণিমা এবং সমুদ্র উচ্চতাকে দায়ী করা হচ্ছে। গত সোমবার লিগামবিয়েন্তে নামে একটি পরিবেশবাদী গোষ্ঠী জানিয়েছে, ইতালির নদী-নালাগুলো প্রচণ্ড পানির অভাবে ভুগছে। বিশেষ করে দেশটির উত্তর দিকের অবস্থা খারাপ।

আরও পড়ুন: Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার

ভেনিস সিটি কাউন্সিলের স্রোতসংক্রান্ত বিভাগে প্রধান আলভিস পাপা জানান, খরার কারণে হ্রদ ও নদীতে পানি কমে গেছে। ভূমধ্যসাগরে উচ্চচাপসহ এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাবে বৃষ্টি কম হচ্ছে। ভাটা পড়ছে। তবে ভেনিসের বড় বড় খালগুলোতে এখনও কোনো রকম পানির জোগান স্বাভাবিক রাখা হয়েছে। শহরের অপেক্ষাকৃত ছোট খালগুলো শুকিয়ে যাচ্ছে। সাধারণত, জোয়ারের টানে ভেনিসের খালগুলো পানিতে ভরে থাকে। কিন্তু এ বারের শীতে ভাটার টানে পানি সাগরে। পানি তো ফিরছেই না এর ওপর বৃষ্টিও নেই।

আরও পড়ুন: হঠাৎ জলের রঙ সবুজ! অবাক কাণ্ড ভেনিসে

আরও পড়ুন: প্রচণ্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ঝোরা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুকিয়ে যাচ্ছে ইতালির ভেনিসের খাল

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় শহর ভেনিস পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য। ভেনিসজুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য খাল। এসব খালের স্বচ্ছ পানিতে নৌকায় (স্থানীয়ভাবে গন্ডোলা নামে পরিচিত) চড়ে শহরজুড়ে ঘুরে বেড়াতে ভেনিসে ভিড় করেন অসংখ্য পর্যটক। তবে ভেনিসের পুরোনো চিত্র এখন বদলে গেছে। খালগুলোয় পানি নেই। শুকিয়ে যাওয়া খালে কাদায় আটকে আছে নৌকা। পর্যটকদের কাছে যেন আকর্ষণ হারিয়েছে ভেনিস।

খালগুলো শুকিয়ে যাওয়ার জন্য কম বৃষ্টিপাত, ভেনিসে বাতাসের উচ্চ চাপ, পূর্ণিমা এবং সমুদ্র উচ্চতাকে দায়ী করা হচ্ছে। গত সোমবার লিগামবিয়েন্তে নামে একটি পরিবেশবাদী গোষ্ঠী জানিয়েছে, ইতালির নদী-নালাগুলো প্রচণ্ড পানির অভাবে ভুগছে। বিশেষ করে দেশটির উত্তর দিকের অবস্থা খারাপ।

আরও পড়ুন: Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার

ভেনিস সিটি কাউন্সিলের স্রোতসংক্রান্ত বিভাগে প্রধান আলভিস পাপা জানান, খরার কারণে হ্রদ ও নদীতে পানি কমে গেছে। ভূমধ্যসাগরে উচ্চচাপসহ এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাবে বৃষ্টি কম হচ্ছে। ভাটা পড়ছে। তবে ভেনিসের বড় বড় খালগুলোতে এখনও কোনো রকম পানির জোগান স্বাভাবিক রাখা হয়েছে। শহরের অপেক্ষাকৃত ছোট খালগুলো শুকিয়ে যাচ্ছে। সাধারণত, জোয়ারের টানে ভেনিসের খালগুলো পানিতে ভরে থাকে। কিন্তু এ বারের শীতে ভাটার টানে পানি সাগরে। পানি তো ফিরছেই না এর ওপর বৃষ্টিও নেই।

আরও পড়ুন: হঠাৎ জলের রঙ সবুজ! অবাক কাণ্ড ভেনিসে

আরও পড়ুন: প্রচণ্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ঝোরা