০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২ মে থেকেই স্কুলে গরমের ছুটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 12

পুবের কলম প্রতিবেদক: রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবহাদ। সেই দাবদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের গরমের ছুটি ১৫ দিনের মতো এগিয়ে আনা হল। সাধারণত মে মাসের মাঝের দিকে ছুটি ঘোষণা করে স্কুলগুলি। তার বদলে এই বছর তাপপ্রবাহ চলতে থাকায় ২ মে থেকেই যাতে গরমের ছুটি চালু করে দেওয়া যায়, সেব্যাপারে স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই তিনি বলেন, স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়। এতে পড়ুয়াদের সুবিধা হবে।

এর আগে অর্থাৎ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আবহাওয়া বিপর্যয় মোকাবিলা-সহ বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছি। আবহাওয়া দফতর জানিয়েছে, তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। সোম-মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি একটু দেখে নিতে চাইছি। স্কুলের সময় এগিয়ে আনার নির্দেশ আগেই দিয়েছি। প্রয়োজনে গরমের ছুটিও এগিয়ে আনা হবে।

আরও পড়ুন: জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে শিক্ষা দফতরের নির্দেশ গরমের কারণে সব স্তরের স্কুলে সকালে ক্লাস শুরু করতে হবে। যদিও কবে থেকে তা হবে, তার কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। বলা হয়েছিল, যদি কোনও স্কুল সকালে ক্লাস শুরু করতে না-পারে, তা হলে গরম থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তাদের।

আরও পড়ুন: ওয়াকফ ইস্যুতে অশান্তির প্রেক্ষিতে আবারও শান্তির বার্তা Mamata Banerjee-র

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, চাকরিপ্রার্থীদের বার্তা শিক্ষামন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২ মে থেকেই স্কুলে গরমের ছুটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবহাদ। সেই দাবদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের গরমের ছুটি ১৫ দিনের মতো এগিয়ে আনা হল। সাধারণত মে মাসের মাঝের দিকে ছুটি ঘোষণা করে স্কুলগুলি। তার বদলে এই বছর তাপপ্রবাহ চলতে থাকায় ২ মে থেকেই যাতে গরমের ছুটি চালু করে দেওয়া যায়, সেব্যাপারে স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই তিনি বলেন, স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়। এতে পড়ুয়াদের সুবিধা হবে।

এর আগে অর্থাৎ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আবহাওয়া বিপর্যয় মোকাবিলা-সহ বিভিন্ন দফতরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছি। আবহাওয়া দফতর জানিয়েছে, তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। সোম-মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি একটু দেখে নিতে চাইছি। স্কুলের সময় এগিয়ে আনার নির্দেশ আগেই দিয়েছি। প্রয়োজনে গরমের ছুটিও এগিয়ে আনা হবে।

আরও পড়ুন: জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে শিক্ষা দফতরের নির্দেশ গরমের কারণে সব স্তরের স্কুলে সকালে ক্লাস শুরু করতে হবে। যদিও কবে থেকে তা হবে, তার কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। বলা হয়েছিল, যদি কোনও স্কুল সকালে ক্লাস শুরু করতে না-পারে, তা হলে গরম থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তাদের।

আরও পড়ুন: ওয়াকফ ইস্যুতে অশান্তির প্রেক্ষিতে আবারও শান্তির বার্তা Mamata Banerjee-র

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, চাকরিপ্রার্থীদের বার্তা শিক্ষামন্ত্রীর