০৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি ব্যারেল রুশ তেল ৬০ ডলারে কিনবে ইইউ

ইমামা খাতুন
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারেই  কিনবে ইউরোপ। এ বিষয়ে একমত ইউরোপীয় নেতারা। আগামী ৫  ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই রুশ তেলের দাম  নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছাল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে  সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা  আরোপ করে পশ্চিমা দেশগুলো। তবে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও  চিন, ভারতসহ অনেক দেশই রাশিয়ার কাছ থেকে তেল কেনা  অব্যাহত রেখেছে।

 

এ কারণে পশ্চিমারা সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয়,  ডিসেম্বর মাসের মধ্যে তেলের দাম কমানোর বিষয়ে বিস্তারিত একটা  সিদ্ধান্তে পৌঁছাবে তারা। মূলত তেল বিক্রি করে রুশ প্রেসিডেন্ট  পুতিন যেন যুদ্ধের ব্যয় নির্বাহ করতে না পারেন, সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমারা। কম দামে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির জোট জি-৭-এর। সংগঠনটির প্রস্তাব ছিল, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম  সামগ্রিকভাবে ৫ শতাংশ কমিয়ে ইইউকে ব্যারেল প্রতি ৬৫ ডলার  থেকে ৭০ ডলার দরে তেল কিনতে হবে। তবে ইউক্রেনের চাওয়া  ছিল, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ থেকে ৪০ ডলারে বেঁধে দিক।

 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ৭০ ডলারের কথা বলে আসলেও চলতি সপ্তাহে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া উচিত। শেষ পর্যন্ত কার্যত রাশিয়ার প্রস্তাবই মেনে নিল ইউরোপ। পুতিনের চাওয়া ৬০ ডলারেই তেল কিনবে তারা। বৃহস্পতিবার ইইউ কূটনীতিকরা জানান, তাদের এই সিদ্ধান্তে তথা ৬০ ডলারে তেল কেনার চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে আমেরিকা। চুক্তিটি বিস্তারিত ইইউ’র আইনি জার্নালে প্রকাশ হওয়ার কথা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতি ব্যারেল রুশ তেল ৬০ ডলারে কিনবে ইইউ

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার তেল প্রতি ব্যারেল ৬০ ডলারেই  কিনবে ইউরোপ। এ বিষয়ে একমত ইউরোপীয় নেতারা। আগামী ৫  ডিসেম্বর থেকে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহে ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তার আগেই রুশ তেলের দাম  নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছাল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে  সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা  আরোপ করে পশ্চিমা দেশগুলো। তবে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিলেও  চিন, ভারতসহ অনেক দেশই রাশিয়ার কাছ থেকে তেল কেনা  অব্যাহত রেখেছে।

 

এ কারণে পশ্চিমারা সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেয়,  ডিসেম্বর মাসের মধ্যে তেলের দাম কমানোর বিষয়ে বিস্তারিত একটা  সিদ্ধান্তে পৌঁছাবে তারা। মূলত তেল বিক্রি করে রুশ প্রেসিডেন্ট  পুতিন যেন যুদ্ধের ব্যয় নির্বাহ করতে না পারেন, সে লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমারা। কম দামে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির জোট জি-৭-এর। সংগঠনটির প্রস্তাব ছিল, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম  সামগ্রিকভাবে ৫ শতাংশ কমিয়ে ইইউকে ব্যারেল প্রতি ৬৫ ডলার  থেকে ৭০ ডলার দরে তেল কিনতে হবে। তবে ইউক্রেনের চাওয়া  ছিল, পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৩০ থেকে ৪০ ডলারে বেঁধে দিক।

 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ৭০ ডলারের কথা বলে আসলেও চলতি সপ্তাহে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া উচিত। শেষ পর্যন্ত কার্যত রাশিয়ার প্রস্তাবই মেনে নিল ইউরোপ। পুতিনের চাওয়া ৬০ ডলারেই তেল কিনবে তারা। বৃহস্পতিবার ইইউ কূটনীতিকরা জানান, তাদের এই সিদ্ধান্তে তথা ৬০ ডলারে তেল কেনার চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে আমেরিকা। চুক্তিটি বিস্তারিত ইইউ’র আইনি জার্নালে প্রকাশ হওয়ার কথা।