০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় প্রথম কালবৈশাখী, স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার
  • / 37

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে কলকাতায় উঠল ঝড়। ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষুলধারে বৃষ্টি শুরু হয়েছে শহরজুড়ে। শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখভার, সেইসঙ্গে গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা ছিল শহরবাসীর। গোটা মাসে বৃষ্টি কবে হবে তার অপেক্ষায় আকাশের দিকে চাতক পাখির মতো চেয়ে বসে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না সাধারণ মানুষের।  বছরের প্রথম কালবৈশাখী শুরু হল কলকাতায়। গত ২৮ ফেব্রুয়ারি কলকাতায় শেষ বৃষ্টি হয়। তার পরে আর কলকাতায় বৃষ্টি হয়নি। প্রায় ৬০ দিন পরে কলকাতায় হল স্বস্তির বৃষ্টি।

তবে  হাওয়া অফিস জানিয়েছিল, ৩০ এপ্রিল থেকে ৩ মে’ মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার দফতরের পূর্বাভাসকে সত্যি করেই উঠল কালবৈশাখী ঝড়।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

এই কয়দিনে হাওয়া অফিস যত বারই পূর্বাভাস দিয়েছে, ততবারই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছিল। দক্ষিণবঙ্গের জন্য কোনও খুশির খবর আবহাওয়া দফতর দিতে পারেনি।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

বিগত কয়েকদিন ধরেই কলকাতাজুড়ে  চলেছে তাপপ্রবাহ। বইছিল ‘লু’ । দুপুর ১২ থেকে বিকেল ৩ টে পর্যন্ত দরকার ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছিল। গতকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়। শুধু কলকাতার ভাগ্যের বৃষ্টি জুটছিল না। এবার সেই স্বস্তি দিয়ে বজ্র-বিদ্যুৎ সহ কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি।

আরও পড়ুন: ‘মন্থা’র প্রভাবে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি

শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে কলকাতা ও শহরতলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায়।   বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যাতেও কলকাতার বেশ কয়েকটি জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে।  কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় প্রথম কালবৈশাখী, স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে কলকাতায় উঠল ঝড়। ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষুলধারে বৃষ্টি শুরু হয়েছে শহরজুড়ে। শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখভার, সেইসঙ্গে গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা ছিল শহরবাসীর। গোটা মাসে বৃষ্টি কবে হবে তার অপেক্ষায় আকাশের দিকে চাতক পাখির মতো চেয়ে বসে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না সাধারণ মানুষের।  বছরের প্রথম কালবৈশাখী শুরু হল কলকাতায়। গত ২৮ ফেব্রুয়ারি কলকাতায় শেষ বৃষ্টি হয়। তার পরে আর কলকাতায় বৃষ্টি হয়নি। প্রায় ৬০ দিন পরে কলকাতায় হল স্বস্তির বৃষ্টি।

তবে  হাওয়া অফিস জানিয়েছিল, ৩০ এপ্রিল থেকে ৩ মে’ মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার দফতরের পূর্বাভাসকে সত্যি করেই উঠল কালবৈশাখী ঝড়।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

এই কয়দিনে হাওয়া অফিস যত বারই পূর্বাভাস দিয়েছে, ততবারই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছিল। দক্ষিণবঙ্গের জন্য কোনও খুশির খবর আবহাওয়া দফতর দিতে পারেনি।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

বিগত কয়েকদিন ধরেই কলকাতাজুড়ে  চলেছে তাপপ্রবাহ। বইছিল ‘লু’ । দুপুর ১২ থেকে বিকেল ৩ টে পর্যন্ত দরকার ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছিল। গতকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়। শুধু কলকাতার ভাগ্যের বৃষ্টি জুটছিল না। এবার সেই স্বস্তি দিয়ে বজ্র-বিদ্যুৎ সহ কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি।

আরও পড়ুন: ‘মন্থা’র প্রভাবে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি

শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে কলকাতা ও শহরতলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায়।   বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যাতেও কলকাতার বেশ কয়েকটি জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে।  কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে