পুবের কলম, ওয়েবডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসি-কে দেখতে এসে প্রত্যাশাভঙ্গের জেরে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই প্রশাসন কড়া পদক্ষেপ নেয়।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিকদের জানান, উদ্যোক্তা লিখিত মুচলেকা দিয়েছেন—শনিবারের অনুষ্ঠানের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে। তাঁর কথায়, অনেক দর্শকেরই ধারণা ছিল মেসি মাঠে নেমে খেলবেন বা দীর্ঘক্ষণ উপস্থিত থাকবেন। বাস্তবে তা না হওয়ায় ক্ষোভ জমে ওঠে এবং তারই বহিঃপ্রকাশ ঘটে।
এর কিছুক্ষণ পর এডিজি জাভেদ শামিম জানান, ঘটনায় এফআইআর দায়ের হয়েছে এবং মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুবভারতী ও আশপাশের এলাকা বর্তমানে শান্ত রয়েছে বলেও তিনি জানান। সূত্রের খবর, বিমানবন্দর থেকেই শতদ্রুকে আটক করা হয়।
শনিবার রাজ্য ও ভিন্রাজ্য ছাড়াও বিদেশ থেকে বহু ভক্ত যুবভারতী ক্রীড়াঙ্গন-এ হাজির হয়েছিলেন। তবে ভিআইপি ভিড়ের কারণে গ্যালারি থেকে মেসিকে স্পষ্ট দেখা যায়নি—এই অভিযোগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন তদন্তের পাশাপাশি দ্রুত টিকিটের টাকা ফেরত দেওয়ার পথ খুঁজছে প্রশাসন।


































