১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী জোট, স্ট্যালিনের ডাকে একমঞ্চে বিরোধীরা

ইমামা খাতুন
  • আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একমঞ্চে আনার চেষ্টা করছেন একাধিক নেতা। এবার বিরোধীদের একমঞ্চে আনার জন্য উদ্যোগী হলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন।

সোমবার দিল্লিতে এম কে স্ট্যালিনের নেতৃত্বে এক মঞ্চে আসতে চলেছে বিজেপি বিরোধী প্রায় সব দল। সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় দ্বিতীয় সারা ভারত সম্মেলনে অ-বিজেপি দলগুলির তাবড় তাবড় নেতারা হাজির হবেন।

 এই সম্মেলনে থাকছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব শামিল হবেন।

তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, বিরোধী দলগুলির মধ্যে প্রধানমন্ত্রী পদের দাবিদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ     কেজরিওয়াল এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এই সম্মেলনে ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সভাপতিত্ব করবেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ ডেরেক ও’ব্রায়েন, আম আদমি পার্টির তরফে সাংসদ সঞ্জয় সিং এবং বিআরএস তাদের সাংসদ ডা. কেশব রাও দলের প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস একই মঞ্চে আসতে চলেছে।

লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একতাকে নতুন দিশার দিকে নিয়ে যেতে ডিএমকে দ্বিতীয়বার এই উদ্যোগ নিয়েছে। সম্প্রতি কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, তেজস্বী যাদব, ন্যাশনাল কংগ্রেসের ফারুক আবদুল্লাহ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের ৭০তম জন্মদিন উপলক্ষে একটি জনসভায় শামিল হয়েছিলেন।

রাজনৈতিক মহল এই জনসভাকে যদিও বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে একজোট করার উদ্যোগ বলেই মনে করছে। কিন্তু ডিএমকে সাংসদ পি উইলসন এই জনসভার পিছনে কোনও রকম রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে  মানতে নারাজ।

ডিএমকে সাংসদ পি উইলসন বলেন, এই সম্মেলন গোটা ভারতবর্ষে সামাজিক ন্যায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধী জোট, স্ট্যালিনের ডাকে একমঞ্চে বিরোধীরা

আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একমঞ্চে আনার চেষ্টা করছেন একাধিক নেতা। এবার বিরোধীদের একমঞ্চে আনার জন্য উদ্যোগী হলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন।

সোমবার দিল্লিতে এম কে স্ট্যালিনের নেতৃত্বে এক মঞ্চে আসতে চলেছে বিজেপি বিরোধী প্রায় সব দল। সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় দ্বিতীয় সারা ভারত সম্মেলনে অ-বিজেপি দলগুলির তাবড় তাবড় নেতারা হাজির হবেন।

 এই সম্মেলনে থাকছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব শামিল হবেন।

তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, বিরোধী দলগুলির মধ্যে প্রধানমন্ত্রী পদের দাবিদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ     কেজরিওয়াল এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এই সম্মেলনে ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সভাপতিত্ব করবেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ ডেরেক ও’ব্রায়েন, আম আদমি পার্টির তরফে সাংসদ সঞ্জয় সিং এবং বিআরএস তাদের সাংসদ ডা. কেশব রাও দলের প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস একই মঞ্চে আসতে চলেছে।

লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একতাকে নতুন দিশার দিকে নিয়ে যেতে ডিএমকে দ্বিতীয়বার এই উদ্যোগ নিয়েছে। সম্প্রতি কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, তেজস্বী যাদব, ন্যাশনাল কংগ্রেসের ফারুক আবদুল্লাহ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের ৭০তম জন্মদিন উপলক্ষে একটি জনসভায় শামিল হয়েছিলেন।

রাজনৈতিক মহল এই জনসভাকে যদিও বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে একজোট করার উদ্যোগ বলেই মনে করছে। কিন্তু ডিএমকে সাংসদ পি উইলসন এই জনসভার পিছনে কোনও রকম রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে  মানতে নারাজ।

ডিএমকে সাংসদ পি উইলসন বলেন, এই সম্মেলন গোটা ভারতবর্ষে সামাজিক ন্যায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।