০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফের গৃহস্থের হেঁসেলে কোপ, দাম বাড়ল সরষের তেলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার কারণে একদিকে আর্থিক বাজারে কোপ পড়েছে। বেড়েছে বেকারত্বের সংখ্যা। মূল্যবৃদ্ধির কারণে কোপ পড়েছে মানুষের জীবনে। আগেই গ্যাসে দাম বাড়িয়ে মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে বাঙালির হেঁসেলে। এবার আবার বাড়ল সরষের তেলের দাম।

ক্রমশই বেড়ে চলেছে সরষের তেলের দাম। প্রধানত রান্নায় পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে সরষের তেল। দাম উর্ধমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবন ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছে।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

গত এক বছরের কথা ধরলে সর্ষের তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশের বেশি বেড়েছে। এক বছরে ৬৭ টাকার বেশি দাম বাড়ল সর্ষের তেলের। দেশের রাজধানী দিল্লিতে ১ ডিসেম্বর ২০২০-তে সর্ষের তেলের দাম ১৩৬ টাকা প্রতি লিটার ছিল। অন্যদিকে ১ ডিসেম্বর ২০২১-এ সেই দাম ২০৩ টাকা প্রতি লিটারে পৌঁছে গিয়েছে। তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ৬৭ টাকা পর্যন্ত বেড়েছে। তার আগে ২১৯ থেকে ২০২০-র মধ্যে সর্ষের তেলের দাম ৫০ শতাংশ বেড়ছিল।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

গত বছরের মাঝামাঝি সময় থেকে করোনা অতিমারির যে কোপ পড়তে শুরু করেছিল ভারতীয় অর্থনীতিতে, তার কবল থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি নরেন্দ্র মোদি সরকার।  মূল্যবৃদ্ধির ধারা বজায় রেখে এবার শিরোনামে উঠে এল সরষের তেল।  করোনায় বিপর্যস্ত গৃহস্থের পকেটে সরষের তেলের আকাশছোঁয়া এই দাম নতুন চিন্তা বাড়িয়ে তুলল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের গৃহস্থের হেঁসেলে কোপ, দাম বাড়ল সরষের তেলের

আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার কারণে একদিকে আর্থিক বাজারে কোপ পড়েছে। বেড়েছে বেকারত্বের সংখ্যা। মূল্যবৃদ্ধির কারণে কোপ পড়েছে মানুষের জীবনে। আগেই গ্যাসে দাম বাড়িয়ে মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে বাঙালির হেঁসেলে। এবার আবার বাড়ল সরষের তেলের দাম।

ক্রমশই বেড়ে চলেছে সরষের তেলের দাম। প্রধানত রান্নায় পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে সরষের তেল। দাম উর্ধমুখী হওয়ায় সাধারণ মানুষের জীবন ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছে।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

গত এক বছরের কথা ধরলে সর্ষের তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশের বেশি বেড়েছে। এক বছরে ৬৭ টাকার বেশি দাম বাড়ল সর্ষের তেলের। দেশের রাজধানী দিল্লিতে ১ ডিসেম্বর ২০২০-তে সর্ষের তেলের দাম ১৩৬ টাকা প্রতি লিটার ছিল। অন্যদিকে ১ ডিসেম্বর ২০২১-এ সেই দাম ২০৩ টাকা প্রতি লিটারে পৌঁছে গিয়েছে। তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ৬৭ টাকা পর্যন্ত বেড়েছে। তার আগে ২১৯ থেকে ২০২০-র মধ্যে সর্ষের তেলের দাম ৫০ শতাংশ বেড়ছিল।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

গত বছরের মাঝামাঝি সময় থেকে করোনা অতিমারির যে কোপ পড়তে শুরু করেছিল ভারতীয় অর্থনীতিতে, তার কবল থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি নরেন্দ্র মোদি সরকার।  মূল্যবৃদ্ধির ধারা বজায় রেখে এবার শিরোনামে উঠে এল সরষের তেল।  করোনায় বিপর্যস্ত গৃহস্থের পকেটে সরষের তেলের আকাশছোঁয়া এই দাম নতুন চিন্তা বাড়িয়ে তুলল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ভারত বাছ-বিচার না করেই বাসিন্দাদের বিতাড়ন করছে, দরিদ্র বলে তারা আদালতে যেতে পারছে না