বিহার নির্বাচনে ‘কার পাল্লা ভারি’, এক্সিট পোল প্রকাশ করবে ভোট সমীক্ষক সংস্থাগুলি
- আপডেট : ১২ নভেম্বর ২০২৫, বুধবার
- / 50
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে ভোটপর্ব মিটতেই এক্সিট পোল প্রকাশ করতে শুরু করেছে একাধিক সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় পিপলস পালস, পিপলস ইনসাইট, ম্যাট্রিজ এবং পি-মার্কের প্রকাশিত এক্সিট পোল অনুসারে, বিহার বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জিতবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কিছু এক্সিট পোল এখনও প্রকাশিত হয়নি। বিহারে দ্বিতীয় এবং চূড়ান্ত ধাপের ভোটে ৬৮.৭৬ শতাংশ রেকর্ড ভোট পড়েছে। যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। এই শতাংশের হিসেব প্রথম ধাপের রেকর্ডটি ভেঙে দিয়েছে। ভোট পর্ব মিটতেই ম্যাট্রিজ, পি-মার্ক এবং দৈনিক ভাস্কর সহ বেশ কয়েকটি পোলস্টার এনডিএ-কে কমপক্ষে ১৪০টি আসনে জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে পিপলস পালস, পিপলস ইনসাইট, জেভিসি এবং পোলস্ট্রাটের মতো অন্য সংস্থাগুলি বিজেপি-জেডি (ইউ) জোটের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছে। তবে এখনও কয়েকটি এক্সিট পোলের তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার পর থেকে বেশিরভাগ পূর্বাভাস প্রকাশ করা হলেও অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সি-ভোটার এবং আজকের চাণক্য তাদের এক্সিট পোল প্রকাশ করেনি। আজ ভোট সমীক্ষক সংস্থাগুলি তাদের এক্সিট পোল প্রকাশ করবে বলে খবর।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক এক্স পোস্টে জানিয়েছে, যে বিহার নির্বাচনের জন্য এক্সিট পোল ১২ নভেম্বর বিকেল সাড়ে ৫ টা থেকে প্রকাশিত হবে। সংস্থাটি লিখেছে, “অপেক্ষার অবসান প্রায় শেষ! বিহার নির্বাচনের জন্য অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল আগামীকাল ১২ নভেম্বর বিকেল সাড়ে ৫ টা থেকে তথ্য প্রকাশিত হবে!” এদিকে আজকের চাণক্য ও সি-ভোটারের মত সংস্থাগুলি আজই তাদের ভবিষৎবাণী প্রকাশ করবে।































