০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা পুরসভার ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে মিলবে না দুই পরিষেবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 84

পুবের কলম প্রতিবেদকঃ  রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। কলকাতা পুরসভার তরফ থেকেও বসেছে ক্যাম্প। তবে কলকাতা পুরসভার ক্যাম্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। এই দুটি পরিষেবা পাওয়া যাবে একমাত্র রাজ্য সরকারের তরফে যে ক্যাম্পগুলি করা হয়েছে সেখানে। কলকাতা পুরসভার দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুধুমাত্র পুর পরিষেবাই মিলবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ মিতালি ব্যানার্জি।

এবারের দুয়ারে সরকারের শিবিরে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হয়েছে এবং এর মধ্যে ৬টি নতুন পরিষেবা রয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের প্রথম পর্যায়ের সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ৪ হাজার ৪০২টি শিবিরে মোট ৩ কোটি ৬৯ লাখ মানুষ পরিষেবা নিতে এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখেরও বেশি দরখাস্ত জমা পড়েছে।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর সাফল্য: ৭৮ শতাংশ আবেদনের নিষ্পত্তি

যে দরখাস্তগুলি জমা পড়েছিল, তার মধ্যে ২ কোটি  ৭৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীকে ইতিমধ্যেই পরিষেবা দেওয়া হয়ে গিয়েছে। এদিকে সামনেই রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে পুরসভা এলাকাগুলিতে যাতে সমস্ত নিয়ম মেনে সব কাজ করা হয়, সেটির উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর ৫২ হাজার শিবিরে উপকৃত ৪০ লক্ষ মানুষ

নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন যাতে দুয়ারে সরকার ক্যাম্পে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হয়। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডেটা এন্ট্রি করতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অবহেলা যে কোনওভাবেই বরদাস্ত নয়, তা স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ গুরুত্ব পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পকে

একইসঙ্গে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পত্র দিতে হলে তাও নিতে হবে। যে আবেদনপত্রগুলি এখনও পর্যন্ত অনুমোদন করানো যায়নি, সেগুলির জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আরও যোগাযোগ রেখে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা পুরসভার ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে মিলবে না দুই পরিষেবা

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ  রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। কলকাতা পুরসভার তরফ থেকেও বসেছে ক্যাম্প। তবে কলকাতা পুরসভার ক্যাম্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। এই দুটি পরিষেবা পাওয়া যাবে একমাত্র রাজ্য সরকারের তরফে যে ক্যাম্পগুলি করা হয়েছে সেখানে। কলকাতা পুরসভার দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুধুমাত্র পুর পরিষেবাই মিলবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ মিতালি ব্যানার্জি।

এবারের দুয়ারে সরকারের শিবিরে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হয়েছে এবং এর মধ্যে ৬টি নতুন পরিষেবা রয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের প্রথম পর্যায়ের সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ৪ হাজার ৪০২টি শিবিরে মোট ৩ কোটি ৬৯ লাখ মানুষ পরিষেবা নিতে এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখেরও বেশি দরখাস্ত জমা পড়েছে।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর সাফল্য: ৭৮ শতাংশ আবেদনের নিষ্পত্তি

যে দরখাস্তগুলি জমা পড়েছিল, তার মধ্যে ২ কোটি  ৭৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীকে ইতিমধ্যেই পরিষেবা দেওয়া হয়ে গিয়েছে। এদিকে সামনেই রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে পুরসভা এলাকাগুলিতে যাতে সমস্ত নিয়ম মেনে সব কাজ করা হয়, সেটির উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’-এর ৫২ হাজার শিবিরে উপকৃত ৪০ লক্ষ মানুষ

নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন যাতে দুয়ারে সরকার ক্যাম্পে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হয়। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডেটা এন্ট্রি করতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অবহেলা যে কোনওভাবেই বরদাস্ত নয়, তা স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ গুরুত্ব পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পকে

একইসঙ্গে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পত্র দিতে হলে তাও নিতে হবে। যে আবেদনপত্রগুলি এখনও পর্যন্ত অনুমোদন করানো যায়নি, সেগুলির জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে আরও যোগাযোগ রেখে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।