০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ হামলার মুখে টিকতে পারছে না ইউক্রেনীয় সেনা

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের আজভ রেজিমেন্টের উপকমান্ডার সিভিয়াতোস্লাভ পালামার বলেছেন, মারিউপোল শহরে বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ইস্টার সানডেতেও হামলা থামেনি। শহরটি থেকে অসামরিক বাসিন্দা ও অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন পালামার। পালামার বলেন, ‘প্রিয় ইউক্রেনবাসী, যিশু জেগে আছেন। আজ বড় একটি দিন। তবে এরপরও শত্রুপক্ষ ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, জাহাজ থেকে গোলা ছুড়ছে, কামান দাগছে, শত্রুপক্ষের ট্যাঙ্কগুলো আক্রমণ করে যাচ্ছে, পদাতিক বাহিনী গুলি করছে।’ আরও বলেন, ‘যারা শুধু মুখের কথায় নয়, পদক্ষেপের মধ্য দিয়ে মারিওপলের বেসামরিক বাসিন্দাদের ওই বিপজ্জনক এলাকা ছাড়তে সহযোগিতার চেষ্টা করছে, তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের সেনাদের অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনার প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরও ধন্যবাদ জানাতে চাই আমি।’ ইউক্রেনের আজভ রেজিমেন্টকে অনেক সময় আজভ ব্যাটালিয়ন হিসেবেও উল্লেখ করা হয়। সেনাদলটি কট্টর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ন হিসেবে যাত্রা শুরু করলেও পরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রে কাজ শুরু করে।

 

মারিওপলের অবরুদ্ধ আজভস্তল স্টিল প্ল্যান্টটি ইউক্রেনের আজভ সেনাদের দখলে রয়েছে। তবে রুশ বাহিনীর শক্তিশালী হামলার মুখে তারা আর কতদিন টিকে থাকতে পারে সেটাই দেখার। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এর আগে জানান, রবিবার ইস্টার সানডেতে মারিওপলের আজভস্তাল স্টিল কারখানা এলাকা ঘিরে ক্রমাগত হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, শহর থেকে প্রায় এক লক্ষ অসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া প্রয়োজন। এদিকে, কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ওয়াশিংটনের কাছে একটি বার্তা পাঠিয়েছেন আমেরিকায় নিযুক্ত রুশ  রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। আন্তোনোভ বলেন, ওয়াশিংটন থেকে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করা হবে কিয়েভে। এটি একটি বিশাল সহায়তা, এটি কূটনৈতিক সমাধান খুঁজে পেতে ও পরিস্থিতি সমাধানে বাধা দেবে।’ তাঁর অভিযোগ, ’আমেকিকা এভাবে যুদ্ধ পরিস্থিতিকে আরও খারাপ করছে।’

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ হামলার মুখে টিকতে পারছে না ইউক্রেনীয় সেনা

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের আজভ রেজিমেন্টের উপকমান্ডার সিভিয়াতোস্লাভ পালামার বলেছেন, মারিউপোল শহরে বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ইস্টার সানডেতেও হামলা থামেনি। শহরটি থেকে অসামরিক বাসিন্দা ও অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন পালামার। পালামার বলেন, ‘প্রিয় ইউক্রেনবাসী, যিশু জেগে আছেন। আজ বড় একটি দিন। তবে এরপরও শত্রুপক্ষ ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, জাহাজ থেকে গোলা ছুড়ছে, কামান দাগছে, শত্রুপক্ষের ট্যাঙ্কগুলো আক্রমণ করে যাচ্ছে, পদাতিক বাহিনী গুলি করছে।’ আরও বলেন, ‘যারা শুধু মুখের কথায় নয়, পদক্ষেপের মধ্য দিয়ে মারিওপলের বেসামরিক বাসিন্দাদের ওই বিপজ্জনক এলাকা ছাড়তে সহযোগিতার চেষ্টা করছে, তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের সেনাদের অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনার প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরও ধন্যবাদ জানাতে চাই আমি।’ ইউক্রেনের আজভ রেজিমেন্টকে অনেক সময় আজভ ব্যাটালিয়ন হিসেবেও উল্লেখ করা হয়। সেনাদলটি কট্টর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ন হিসেবে যাত্রা শুরু করলেও পরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রে কাজ শুরু করে।

 

মারিওপলের অবরুদ্ধ আজভস্তল স্টিল প্ল্যান্টটি ইউক্রেনের আজভ সেনাদের দখলে রয়েছে। তবে রুশ বাহিনীর শক্তিশালী হামলার মুখে তারা আর কতদিন টিকে থাকতে পারে সেটাই দেখার। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এর আগে জানান, রবিবার ইস্টার সানডেতে মারিওপলের আজভস্তাল স্টিল কারখানা এলাকা ঘিরে ক্রমাগত হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, শহর থেকে প্রায় এক লক্ষ অসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া প্রয়োজন। এদিকে, কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ওয়াশিংটনের কাছে একটি বার্তা পাঠিয়েছেন আমেরিকায় নিযুক্ত রুশ  রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। আন্তোনোভ বলেন, ওয়াশিংটন থেকে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করা হবে কিয়েভে। এটি একটি বিশাল সহায়তা, এটি কূটনৈতিক সমাধান খুঁজে পেতে ও পরিস্থিতি সমাধানে বাধা দেবে।’ তাঁর অভিযোগ, ’আমেকিকা এভাবে যুদ্ধ পরিস্থিতিকে আরও খারাপ করছে।’