০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমাদের দেওয়া অস্ত্র যাবে সন্ত্রাসীদের হাতে!

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 59

বিশেষ প্রতিবেদন: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্র ইউক্রেন থেকে পাচার হয়ে অপরাধী ও সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে। ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) মহাপরিচালক গ্রেম বিগার এমনটাই জানিয়েছেন। এর আগে, মস্কো দাবি করেছিল, ইউক্রেন থেকে প্রতি মাসে এক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাচার হয়। বিগার রবিবার বলেন, ‘যেকোনও যুদ্ধ যেখানে প্রচুর অস্ত্রের ব্যবহার হয়, সেখানে পাল্টা-আঘাতের ঝুঁকি থাকে।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

যুদ্ধ শেষ হওয়ার পর উদ্বৃত্ত অস্ত্রগুলো অপরাধী বা সন্ত্রাসীদের হাতে চলে যায়।’ বিগার গত আগস্টে এনসিএ’র দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধানের কাছ থেকে আশ্বাস পাওয়া সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্রের বিষয়ে ইউরোপোল (ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণয়নকারী সংস্থা) এবং অন্যান্য ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টির দিকে নজর রাখছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

বিগার বলেন, ইউক্রেনকে দেওয়া অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে এরকম কোনও প্রমাণ এনসিএ এখনও পায়নি। তবে, ইন্টারপোল এবং ইউরোপোল উভয়ই সতর্ক করেছে যে, অস্ত্র কালোবাজারে চলে যেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাঠিয়ে নিজেদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। গত মাসে পুতিন দাবি করেন, ‘আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠী’ ইউক্রেন থেকে ‘পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এবং শক্তিশালী অস্ত্র’ পেয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমাদের দেওয়া অস্ত্র যাবে সন্ত্রাসীদের হাতে!

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

বিশেষ প্রতিবেদন: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্র ইউক্রেন থেকে পাচার হয়ে অপরাধী ও সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে। ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) মহাপরিচালক গ্রেম বিগার এমনটাই জানিয়েছেন। এর আগে, মস্কো দাবি করেছিল, ইউক্রেন থেকে প্রতি মাসে এক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাচার হয়। বিগার রবিবার বলেন, ‘যেকোনও যুদ্ধ যেখানে প্রচুর অস্ত্রের ব্যবহার হয়, সেখানে পাল্টা-আঘাতের ঝুঁকি থাকে।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

যুদ্ধ শেষ হওয়ার পর উদ্বৃত্ত অস্ত্রগুলো অপরাধী বা সন্ত্রাসীদের হাতে চলে যায়।’ বিগার গত আগস্টে এনসিএ’র দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধানের কাছ থেকে আশ্বাস পাওয়া সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর দেওয়া অস্ত্রের বিষয়ে ইউরোপোল (ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণয়নকারী সংস্থা) এবং অন্যান্য ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টির দিকে নজর রাখছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

বিগার বলেন, ইউক্রেনকে দেওয়া অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেছে এরকম কোনও প্রমাণ এনসিএ এখনও পায়নি। তবে, ইন্টারপোল এবং ইউরোপোল উভয়ই সতর্ক করেছে যে, অস্ত্র কালোবাজারে চলে যেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাঠিয়ে নিজেদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। গত মাসে পুতিন দাবি করেন, ‘আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠী’ ইউক্রেন থেকে ‘পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এবং শক্তিশালী অস্ত্র’ পেয়েছে।