২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার উঠল হজযাত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা, দেওয়া হল বিজ্ঞপ্তি 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 130

আবদুল ওদুদ: ২০২২ সালের হজযাত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিল সউদি হজমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় হজ কমিটি এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা আবহে পালিত হবে ২০২২ সালের হজ। সউদি হজ মন্ত্রক ইতিপূর্বে জানিয়েছিল– ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ কিংবা মহিলা ২০২২-এ হজের সুযোগ পাবেন না। মঙ্গলবার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে জানানো হয়েছে– ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা আগামী বছর হজের সুযোগ পাবেন।

 

আরও পড়ুন: কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

এ ছাড়াও রিপিটর হিসেবে যাঁরা হজে যাবেন– তাঁদের বয়সসীমা ৭০ বছরের ঊর্ধ্বে করা হয়েছে। ফলে বয়স সংক্রান্ত যে সমস্যা ছিল– সেই প্রতিবন্ধকতা দূর হওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন ইচ্ছুক ৬৫ বছরের ঊর্ধ্বের হজযাত্রীরা।

আরও পড়ুন: হজ ২০২৫: মাতাফে প্রতি ঘণ্টায় ১,০৭,০০০ হাজির তওয়াফের ব্যবস্থা, জানাল সউদি প্রশাসন

 

আরও পড়ুন: হজযাত্রীদের খেদমতে কাজ করবে খাদেমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট

বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বেঁধে দেওয়ার অনেক সমস্যায় পড়ছিলেন আবেদনকারীরা। এই বয়সসীমা তুলে দেওয়ায় হজযাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন রাজ্য হজ কমিটির আধিকারিকরা।

 

মূলত বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় হজ কমিটি জানিয়েছে।

 

এখন থেকে অনলাইনে ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাও হজের আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়– রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত কোটার থেকে যদি বেশি আবেদন জমা পড়ে–  তাহলে লটারি করা হবে।

 

কেন্দ্রীয় হজ কমিটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়– বেশ কয়েকটি কারণে হজের আবেদন যেকোনও পর্যায়ে বাতিল হতে পারে। কোনও আবেদনকারী যদি ভুল ঠিকানা দিয়ে থাকেন– তাহলে আবেদন বাতিল হবে। কোনও ব্যক্তি তথ্য গোপন করলেও আবেদন বাতিল হবে। উল্লেখ্য– হজের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩১ জানুয়ারি– ২০২২।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার উঠল হজযাত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা, দেওয়া হল বিজ্ঞপ্তি 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার

আবদুল ওদুদ: ২০২২ সালের হজযাত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিল সউদি হজমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় হজ কমিটি এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা আবহে পালিত হবে ২০২২ সালের হজ। সউদি হজ মন্ত্রক ইতিপূর্বে জানিয়েছিল– ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ কিংবা মহিলা ২০২২-এ হজের সুযোগ পাবেন না। মঙ্গলবার বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে জানানো হয়েছে– ৬৫ বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা আগামী বছর হজের সুযোগ পাবেন।

 

আরও পড়ুন: কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের

এ ছাড়াও রিপিটর হিসেবে যাঁরা হজে যাবেন– তাঁদের বয়সসীমা ৭০ বছরের ঊর্ধ্বে করা হয়েছে। ফলে বয়স সংক্রান্ত যে সমস্যা ছিল– সেই প্রতিবন্ধকতা দূর হওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন ইচ্ছুক ৬৫ বছরের ঊর্ধ্বের হজযাত্রীরা।

আরও পড়ুন: হজ ২০২৫: মাতাফে প্রতি ঘণ্টায় ১,০৭,০০০ হাজির তওয়াফের ব্যবস্থা, জানাল সউদি প্রশাসন

 

আরও পড়ুন: হজযাত্রীদের খেদমতে কাজ করবে খাদেমুল হুজ্জাজ ওয়েলফেয়ার ট্রাস্ট

বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বেঁধে দেওয়ার অনেক সমস্যায় পড়ছিলেন আবেদনকারীরা। এই বয়সসীমা তুলে দেওয়ায় হজযাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা করছেন রাজ্য হজ কমিটির আধিকারিকরা।

 

মূলত বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় হজ কমিটি জানিয়েছে।

 

এখন থেকে অনলাইনে ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাও হজের আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়– রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত কোটার থেকে যদি বেশি আবেদন জমা পড়ে–  তাহলে লটারি করা হবে।

 

কেন্দ্রীয় হজ কমিটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়– বেশ কয়েকটি কারণে হজের আবেদন যেকোনও পর্যায়ে বাতিল হতে পারে। কোনও আবেদনকারী যদি ভুল ঠিকানা দিয়ে থাকেন– তাহলে আবেদন বাতিল হবে। কোনও ব্যক্তি তথ্য গোপন করলেও আবেদন বাতিল হবে। উল্লেখ্য– হজের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩১ জানুয়ারি– ২০২২।