আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, ভারত সহ একাধিক দেশ থেকে দেখা যাবে এই দৃশ্য

- আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগহণ। ভারত, ঢাকা সহ আরও কয়েকটি দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। আজ মঙ্গলবার রাস পূর্ণিমা। সেই রাস পূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর পর আবার এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালে। অর্থাৎ আবার তিন বছর পর এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। কলকাতা সহ দিল্লি থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এদেশে আংশিক চন্দ্রগ্রহণ দুপুর ২টো ৩৯ মিনিট থেকে দৃশ্যমান হবে। স্পষ্ট দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছ’টার মধ্যে, প্রায় দেড় ঘণ্টা। শহর কলকাতায় গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৫৫ থেকে ২ ঘণ্টা ৩৪ মিনিট। অর্থাৎ, সন্ধ্যা ৭টা ২৬ পর্যন্ত। শিলিগুড়িতে গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৪৯ মিনিট থেকে প্রায় ২ ঘণ্টা ৪১ মিনিট।
ভারতে এই চন্দ্রগ্রহণ সবার আগে অরুণাচল প্রদেশের ইটানগরে দেখা যাবে। ভারতের পূর্ব দিকে শহরগুলি থেকে চন্দ্রগ্রহণ চন্দ্রোদয়ের সঙ্গেই দেখা যাবে। এই চন্দ্র গ্রহণ ভারতেও দৃশ্যমান হবে। ভারত থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। সন্ধ্যায় ৭ টা ২৭ মিনিট ৯ সেকেন্ডে পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শেষ হবে বলে জানানো হয়েছে। এই চন্দ্রগ্রহণ উত্তর পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বেশিরভাগ জায়গা থেকে থেকে দেখা যাবে। ভারতের মধ্যে কলকাতা, শিলিগুড়ি, পটনা, রাঁচি, গুয়াহাটি থেকে দেখা যাবে।
বাংলাদেশের সময় অনুযায়ী, দুপুর ২ টো ৪ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে (কলকাতার অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী)।
কলকাতার অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫ টা ১০ মিনিটে ঢাকায় চাঁদ উঠবে। এক ঘণ্টা ৩৯ মিনিট গ্রহণ দেখা যাবে।
অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫ টা ৫ মিনিটে চট্টগ্রামে চাঁদ উঠবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে এক ঘণ্টা ৪৪ মিনিট।
কলকাতা, কোচবিহার, দার্জিলিং-সহ পশ্চিমবঙ্গের সব জায়গা থেকেই রাসপূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যাবে। মোটামুটি ১ ঘণ্টা ৩০ মিনিট মতো চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত এবং বাংলাদেশে পুরো গ্রহণ দেখা যাবে না। গ্রহণের শেষ অংশ দেখা যাবে।