২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সব জল্পনা ভেস্তে দিয়ে আজ একই মঞ্চে মমতা-প্রশান্ত কিশোর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 47

পুবের কলম প্রতিবেদক: দূরত্ব বাড়ছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আবার একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে মমতা ও প্রশান্ত কিশোরের দূরত্ব নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর নিউজপ্রিন্ট খরচ হয়েছে। তবে এই নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই।

এদিন তৃণমূলের মঞ্চে হাজির থেকে প্রশান্ত কিশোর জানান দিলেন, তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক এখনও শেষ হয়নি। এদিন তাকে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাশে বসতে। সবচেয়ে বড় কথা এদিন তৃণমূল সুপ্রিমো নজরুল মঞ্চ থেকে জনসংযোগের যে বার্তা দিয়েছেন তা সংঘটিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর জুটির পরামর্শ ক্রমে।

আরও পড়ুন: সব জল্পনার অবসান ঘটিয়ে, নির্দিষ্ট সময়ের আগেই ইডি দফতরে এলেন সায়নী

ভুলে গেলে চলবে না হাজার ১৯‘ এর লোকসভা নির্বাচনের পর একের পর এক সফল জনসংযোগ কর্মসূচি নিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। যখন লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মনোবল এবং ফোকাস কিছুটা নড়ে গিয়েছিল।

আরও পড়ুন: ডিসেম্বরে হাওড়ায় পুরভোটের সম্ভাবনা , নোটিশ ঘিরে জল্পনা

তখন এই প্রশান্ত কিশোরের আইপ্যাক চালু করেছিল ‘দিদিকে বলো’। তথ্য বলছে,  এখনও দিদিকে বলো ওর সেই ফোন নাম্বারে নিয়মিত চার থেকে পাঁচ হাজার ফোন আসে। এর থেকেই বোঝা যায় এর গুরুত্ব কতটা ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সব জল্পনা ভেস্তে দিয়ে আজ একই মঞ্চে মমতা-প্রশান্ত কিশোর

আপডেট : ৮ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: দূরত্ব বাড়ছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আবার একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে মমতা ও প্রশান্ত কিশোরের দূরত্ব নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর নিউজপ্রিন্ট খরচ হয়েছে। তবে এই নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই।

এদিন তৃণমূলের মঞ্চে হাজির থেকে প্রশান্ত কিশোর জানান দিলেন, তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক এখনও শেষ হয়নি। এদিন তাকে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাশে বসতে। সবচেয়ে বড় কথা এদিন তৃণমূল সুপ্রিমো নজরুল মঞ্চ থেকে জনসংযোগের যে বার্তা দিয়েছেন তা সংঘটিত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর জুটির পরামর্শ ক্রমে।

আরও পড়ুন: সব জল্পনার অবসান ঘটিয়ে, নির্দিষ্ট সময়ের আগেই ইডি দফতরে এলেন সায়নী

ভুলে গেলে চলবে না হাজার ১৯‘ এর লোকসভা নির্বাচনের পর একের পর এক সফল জনসংযোগ কর্মসূচি নিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। যখন লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মনোবল এবং ফোকাস কিছুটা নড়ে গিয়েছিল।

আরও পড়ুন: ডিসেম্বরে হাওড়ায় পুরভোটের সম্ভাবনা , নোটিশ ঘিরে জল্পনা

তখন এই প্রশান্ত কিশোরের আইপ্যাক চালু করেছিল ‘দিদিকে বলো’। তথ্য বলছে,  এখনও দিদিকে বলো ওর সেই ফোন নাম্বারে নিয়মিত চার থেকে পাঁচ হাজার ফোন আসে। এর থেকেই বোঝা যায় এর গুরুত্ব কতটা ছিল।