২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 52

পুবের কলম ওয়েব ডেস্কঃ আবারও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।’

 

আরও পড়ুন: স্টেট ডিপার্টমেন্টের আরও ১৩০০ কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

আগামী নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন মার্কিন ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতের ভাষণে ট্রাম্প স্বীকার করেন, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে তার দলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে রিপাবলিকানদের ভবিষ্যত নিয়ে আশাবাদী তিনি।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আদানি সংস্থা ফের তদন্তের জালে

 

আরও পড়ুন: বিদেশি পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ বন্ধ করল ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময়ে ইঙ্গিত দিচ্ছিলেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। এবার আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন তিনি। ট্রাম্পই প্রথম ব্যক্তি, যিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। তিনি এরইমধ্যে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাগজপত্রও দাখিল করেছেন। ট্রাম্প নিজের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমেরিকার প্রত্যাবর্তন এখন থেকেই শুরু হল।’ পুরানো স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ দিয়েই নির্বাচনী লড়াই শুরু করলেন তিনি।

 

রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হন ট্রাম্প। তার এ জয়ে চমকে যায় পুরো বিশ্ব। ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

 

বাইডেনের কাছে হেরে গেলেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়লেও এখনও পর্যন্ত পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। এরইমধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন রিপাবলিকান এই নেতা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৪ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আবারও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।’

 

আরও পড়ুন: স্টেট ডিপার্টমেন্টের আরও ১৩০০ কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

আগামী নির্বাচনে জিতলে ট্রাম্প হবেন মার্কিন ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ভিন্ন ভিন্ন দুটি মেয়াদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতের ভাষণে ট্রাম্প স্বীকার করেন, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে তার দলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে রিপাবলিকানদের ভবিষ্যত নিয়ে আশাবাদী তিনি।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আদানি সংস্থা ফের তদন্তের জালে

 

আরও পড়ুন: বিদেশি পড়ুয়াদের জন্য ভিসা ইন্টারভিউ বন্ধ করল ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময়ে ইঙ্গিত দিচ্ছিলেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। এবার আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন তিনি। ট্রাম্পই প্রথম ব্যক্তি, যিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। তিনি এরইমধ্যে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাগজপত্রও দাখিল করেছেন। ট্রাম্প নিজের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমেরিকার প্রত্যাবর্তন এখন থেকেই শুরু হল।’ পুরানো স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ দিয়েই নির্বাচনী লড়াই শুরু করলেন তিনি।

 

রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হন ট্রাম্প। তার এ জয়ে চমকে যায় পুরো বিশ্ব। ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

 

বাইডেনের কাছে হেরে গেলেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়লেও এখনও পর্যন্ত পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। এরইমধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন রিপাবলিকান এই নেতা।