০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এআই ভিডিয়ো দিয়ে গাজার ভবিষৎ পরিকল্পনা দেখালেন ট্রাম্প

সুস্মিতা
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 113

বিশ্বজুড়ে সমালোচনার পরও বেপরোয়া ডন

পুবের কলম ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিয়ো মঙ্গলবার শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে গাজার ভবিষ্যতের দৃশ্য তুলে ধরা হয়েছে। এই ভিডিয়োতে গাজাকে ধ্বংসস্তূপের পর একটি নতুন, চমকপ্রদ স্থানে রূপান্তরিত হতে দেখা গিয়েছে। যেখানে উঁচু উঁচু আকাশচুম্বী ভবন এবং আকাশ ডলার থেকে ডলার বৃষ্টির মতো ঝরে পড়ছে। এক জায়গায়, এলন মাস্ককে গাজার সৈকতে খেতে দেখা যায় । আর একটি ছেলেকে সৈকতে বেলুন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই বেলুনে সোনালী রঙের ট্রাম্পের মুখ আঁকা। এছাড়া, গাজার এক প্রান্তে বিশাল সোনালী ভাস্কর্যও ফুটে উঠছে, যা দেখিয়ে দিচ্ছে ট্রাম্পের ‘দাপট’। গাজাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করেছে তারাই আবার নয়া খোয়াব দেখাচ্ছে। কিন্তু তাতে চিড়ে ভিজবে?
ভিডিয়োতে, ট্রাম্পকে একটি নাইটক্লাবে নাচতে এবং বিশাল একটি টাওয়ারের প্রবেশদ্বারে দেখা যায়। সেই গেটে খোদায় করা আছে ‘ট্রাম্প গাজা’। ভিডিয়োতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্পকে একত্রে সুইমিং পুলের পাশে বসে পানীয় পান করতে দেখা যায়। ব্যাকগ্রউন্ডে শোনা যাচ্ছে একটি গান। যার কথা হলো, ডোনাল্ড ট্রাম্প তোমাকে মুক্তি দেবেন, সবার জন্য জীবন এনে দেবেন, আর কোনো টানেল নয়, আর কোনো ভয় নেই, ট্রাম্পের গাজা এখানে।
এমন ভিডিয়ো ইচ্ছাকৃত ছড়ানো হয়েছে। গাজা ও ফিলিস্তিনি নিয়ে আমেরিকার অবস্থান বদলায় না। ডেমোক্রাটরাই আসুক কিংবা রিপাবলিকরা, ‘জালিম’ ইসরাইলের সব অপরাধে সমানেভাবে সংগত করে আমেরিকা। বাইডেন যেভাবে ইসরাইলের পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্পও সেইভাবেই দাঁড়াচ্ছেন। ট্রাম্প সব বিষয়েও বাড়তি প্রচার চান। ফলে তার বিষয়গুলি বেশি করে সামনে আসে। তিনি প্রকাশ্যে গাজাকে প্রমোদনগরী বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। গাজবাসীকে সেখান থেকে সরিয়ে তিনি নেতানিয়াহুর স্বপ্নকে বাস্তবায়িত করতে চান। তবে আরব বিশ্ব একজোট হয়ে এর বিরোধিতা করেছে। বিশ্বের বহু দেশ ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছে। কিন্তু তারপরও যে তিনি সরে আসতে চাননা এই এ আই ভিডিয়ো ছড়িয়ে তা বিশ্বের সামনে আরও একবার বোঝাতে চাইলেন তিনি।
এই ভিডিয়োটি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন ট্রাম্প তার পূর্বের মন্তব্যে গাজাকে অধিকার করার এবং সেখানে নতুন জীবন গড়ে তোলার কথা বলেছিলেন। গাজা নিয়ে ট্রাম্পের করা মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে গোটা বিশ্বে। হামাসের শীর্ষ নেতা সামি আবু জুহরি এই পরিকল্পনাকে তঅত্যন্ত হাস্যকর এবং বিপদজনকদ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন মন্তব্য উত্তেজনা এবং বিশৃঙ্খলা তৈরি করবে ।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সেক্রেটারি-জেনারেল হুসেইন আল-শেখ বলেছেন, প্যালেস্টাইনি জনগণ তাদের ভূমি থেকে উচ্ছেদ হতে রাজি নয় এবং আন্তর্জাতিক আইনের অধীনে একটি দুই-রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির জন্য একমাত্র পথ। সউদি আরবও এক্ষেত্রে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। যতদিন না পূর্ব জেরুজালেমের সঙ্গে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় ততদিন ইসরাইলের সঙ্গে কোনও সম্পর্ক নয় বলে জানিয়েছে সউদি।

আরও পড়ুন: “আমরা কী অপরাধ করেছি” প্রশ্ন গাজার শিশুদের, একদিনে প্রাণ গেল ৭২ জন ফিলিস্তিনির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এআই ভিডিয়ো দিয়ে গাজার ভবিষৎ পরিকল্পনা দেখালেন ট্রাম্প

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

বিশ্বজুড়ে সমালোচনার পরও বেপরোয়া ডন

পুবের কলম ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিয়ো মঙ্গলবার শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে গাজার ভবিষ্যতের দৃশ্য তুলে ধরা হয়েছে। এই ভিডিয়োতে গাজাকে ধ্বংসস্তূপের পর একটি নতুন, চমকপ্রদ স্থানে রূপান্তরিত হতে দেখা গিয়েছে। যেখানে উঁচু উঁচু আকাশচুম্বী ভবন এবং আকাশ ডলার থেকে ডলার বৃষ্টির মতো ঝরে পড়ছে। এক জায়গায়, এলন মাস্ককে গাজার সৈকতে খেতে দেখা যায় । আর একটি ছেলেকে সৈকতে বেলুন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই বেলুনে সোনালী রঙের ট্রাম্পের মুখ আঁকা। এছাড়া, গাজার এক প্রান্তে বিশাল সোনালী ভাস্কর্যও ফুটে উঠছে, যা দেখিয়ে দিচ্ছে ট্রাম্পের ‘দাপট’। গাজাকে যারা ধ্বংসস্তূপে পরিণত করেছে তারাই আবার নয়া খোয়াব দেখাচ্ছে। কিন্তু তাতে চিড়ে ভিজবে?
ভিডিয়োতে, ট্রাম্পকে একটি নাইটক্লাবে নাচতে এবং বিশাল একটি টাওয়ারের প্রবেশদ্বারে দেখা যায়। সেই গেটে খোদায় করা আছে ‘ট্রাম্প গাজা’। ভিডিয়োতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্পকে একত্রে সুইমিং পুলের পাশে বসে পানীয় পান করতে দেখা যায়। ব্যাকগ্রউন্ডে শোনা যাচ্ছে একটি গান। যার কথা হলো, ডোনাল্ড ট্রাম্প তোমাকে মুক্তি দেবেন, সবার জন্য জীবন এনে দেবেন, আর কোনো টানেল নয়, আর কোনো ভয় নেই, ট্রাম্পের গাজা এখানে।
এমন ভিডিয়ো ইচ্ছাকৃত ছড়ানো হয়েছে। গাজা ও ফিলিস্তিনি নিয়ে আমেরিকার অবস্থান বদলায় না। ডেমোক্রাটরাই আসুক কিংবা রিপাবলিকরা, ‘জালিম’ ইসরাইলের সব অপরাধে সমানেভাবে সংগত করে আমেরিকা। বাইডেন যেভাবে ইসরাইলের পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্পও সেইভাবেই দাঁড়াচ্ছেন। ট্রাম্প সব বিষয়েও বাড়তি প্রচার চান। ফলে তার বিষয়গুলি বেশি করে সামনে আসে। তিনি প্রকাশ্যে গাজাকে প্রমোদনগরী বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। গাজবাসীকে সেখান থেকে সরিয়ে তিনি নেতানিয়াহুর স্বপ্নকে বাস্তবায়িত করতে চান। তবে আরব বিশ্ব একজোট হয়ে এর বিরোধিতা করেছে। বিশ্বের বহু দেশ ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছে। কিন্তু তারপরও যে তিনি সরে আসতে চাননা এই এ আই ভিডিয়ো ছড়িয়ে তা বিশ্বের সামনে আরও একবার বোঝাতে চাইলেন তিনি।
এই ভিডিয়োটি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন ট্রাম্প তার পূর্বের মন্তব্যে গাজাকে অধিকার করার এবং সেখানে নতুন জীবন গড়ে তোলার কথা বলেছিলেন। গাজা নিয়ে ট্রাম্পের করা মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে গোটা বিশ্বে। হামাসের শীর্ষ নেতা সামি আবু জুহরি এই পরিকল্পনাকে তঅত্যন্ত হাস্যকর এবং বিপদজনকদ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন মন্তব্য উত্তেজনা এবং বিশৃঙ্খলা তৈরি করবে ।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সেক্রেটারি-জেনারেল হুসেইন আল-শেখ বলেছেন, প্যালেস্টাইনি জনগণ তাদের ভূমি থেকে উচ্ছেদ হতে রাজি নয় এবং আন্তর্জাতিক আইনের অধীনে একটি দুই-রাষ্ট্র সমাধানই স্থায়ী শান্তির জন্য একমাত্র পথ। সউদি আরবও এক্ষেত্রে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। যতদিন না পূর্ব জেরুজালেমের সঙ্গে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয় ততদিন ইসরাইলের সঙ্গে কোনও সম্পর্ক নয় বলে জানিয়েছে সউদি।

আরও পড়ুন: “আমরা কী অপরাধ করেছি” প্রশ্ন গাজার শিশুদের, একদিনে প্রাণ গেল ৭২ জন ফিলিস্তিনির