০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খাস কলকাতায় দুই ভাইকে এলোপাথারি ছুরির কোপ

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 37

পুবের কলম প্রতিবেদক: দু’লাখ টাকা, সোনার গয়না লুট! মধ্যরাতে খাস কলকাতায় দুই ভাইকে এলোপাথারি ছুরির কোপ। নিউ আলিপুরের বাসিন্দা ব্যবসায়ী দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ। ব্যবসায়ী দুই ভাইয়ের কাছে থাকা নগদ দু-লক্ষ টাকা ও সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে, শনিবার রাত ১২টা থেকে সাড়ে ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালের কাছে হরিশ মুখার্জি রোডে। আহত দুইভাই রামানুজ সিং এবং মন্নু কুমার সিং।

রক্তাক্ত অবস্থায় ওই দুই ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে এই বিষয়ে ভাবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ মার্কেটের সামনে তাঁদের জামা কাপড়ের দোকান। শনিবার গভীর রাতে দোকান বন্ধ করে, স্কুটি করে দুই ভাই বাড়ি ফিরছিলেন। হরিশ মুখার্জি রোড ধরে আসার সময় প্রায় ৮ থেকে ১০ জন দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিবারের এক সদস্য জানান, শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এখন নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকেই।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

রবিবার নিউ মার্কেটের কাছে গিয়ে দেখা যায়, থমথমে এলাকা। এক ব্যবসায়ী জানান, ঘটনার পর থেকেই আতঙ্কিত তাঁরা। কিন্তু কেন ওই দুই ব্যবসায়ী ভাইকে ধারানো অস্ত্র দিয়ে কোপানো হল? নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, এখানে শাসক দলের দুটো লবি রয়েছে। একটি লবিতে রামানুজ সিং রয়েছেন। তিনি আবার ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন। কিন্তু অপর লবি রামানুজ সিংকে বলে তাঁদের দলে আসতে হবে দাবি জানায়। আর এই না আসার জন্যই ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়েছে ওই লবি, বলে অভিযোগ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

অন্যদিকে রামানুজ ও মন্নু কুমারের ছোটো ভাই অবশ্য বলছেন, শাসক দলের ওই লবি এককালীন টাকা চায়। শনিবার দুপুরেও এই নিয়ে ঝামেলা হয়। এরপর রাতের দিকে টার্গেট করে অস্ত্র দিয়ে কোপায় তাঁরা বলে অভিযোগ। ঘটনার তদন্তে ভবানীপুর থানার পুলিস। তবে এসএসকেএম-এর মত জায়গা, যেখানে বহু মানুষের যাতায়াত। কিন্তু সেখানে কোনও পুলিসের টহলদারি নেই। পুলিসের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি হরিশ চন্দ্র মুখার্জী রোডেই এক ধাবা রয়েছে, সেই সময় সেখানে অনেক ছেলে উপস্থিত ছিল। তাদের মধ্যে কেউই দুইভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাস কলকাতায় দুই ভাইকে এলোপাথারি ছুরির কোপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: দু’লাখ টাকা, সোনার গয়না লুট! মধ্যরাতে খাস কলকাতায় দুই ভাইকে এলোপাথারি ছুরির কোপ। নিউ আলিপুরের বাসিন্দা ব্যবসায়ী দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ। ব্যবসায়ী দুই ভাইয়ের কাছে থাকা নগদ দু-লক্ষ টাকা ও সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে, শনিবার রাত ১২টা থেকে সাড়ে ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালের কাছে হরিশ মুখার্জি রোডে। আহত দুইভাই রামানুজ সিং এবং মন্নু কুমার সিং।

রক্তাক্ত অবস্থায় ওই দুই ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে এই বিষয়ে ভাবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ মার্কেটের সামনে তাঁদের জামা কাপড়ের দোকান। শনিবার গভীর রাতে দোকান বন্ধ করে, স্কুটি করে দুই ভাই বাড়ি ফিরছিলেন। হরিশ মুখার্জি রোড ধরে আসার সময় প্রায় ৮ থেকে ১০ জন দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিবারের এক সদস্য জানান, শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এখন নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকেই।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

রবিবার নিউ মার্কেটের কাছে গিয়ে দেখা যায়, থমথমে এলাকা। এক ব্যবসায়ী জানান, ঘটনার পর থেকেই আতঙ্কিত তাঁরা। কিন্তু কেন ওই দুই ব্যবসায়ী ভাইকে ধারানো অস্ত্র দিয়ে কোপানো হল? নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, এখানে শাসক দলের দুটো লবি রয়েছে। একটি লবিতে রামানুজ সিং রয়েছেন। তিনি আবার ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে রয়েছেন। কিন্তু অপর লবি রামানুজ সিংকে বলে তাঁদের দলে আসতে হবে দাবি জানায়। আর এই না আসার জন্যই ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়েছে ওই লবি, বলে অভিযোগ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

অন্যদিকে রামানুজ ও মন্নু কুমারের ছোটো ভাই অবশ্য বলছেন, শাসক দলের ওই লবি এককালীন টাকা চায়। শনিবার দুপুরেও এই নিয়ে ঝামেলা হয়। এরপর রাতের দিকে টার্গেট করে অস্ত্র দিয়ে কোপায় তাঁরা বলে অভিযোগ। ঘটনার তদন্তে ভবানীপুর থানার পুলিস। তবে এসএসকেএম-এর মত জায়গা, যেখানে বহু মানুষের যাতায়াত। কিন্তু সেখানে কোনও পুলিসের টহলদারি নেই। পুলিসের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। এর পাশাপাশি হরিশ চন্দ্র মুখার্জী রোডেই এক ধাবা রয়েছে, সেই সময় সেখানে অনেক ছেলে উপস্থিত ছিল। তাদের মধ্যে কেউই দুইভাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা