০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ধনীরা সম্পদ হারাচ্ছেন; এখন তারা আগের চেয়ে ‘গরিব’

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 36

বিশেষ প্রতিবেদন: কথায় আছে; রাজার ধনও ফুরিয়ে যায়। তাই ধনীরা কখনও কখনও ‘গরিব’ হয়ে যান। এমনটাই হয়েছে মার্কিন বিত্তশালীদের ক্ষেত্রে। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে; আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিরা একবছর আগের চেয়ে এখন ‘দরিদ্র। অর্থাৎ; এক বছরে তাঁদের মোট সম্পদ কমে গেছে।

ফোর্বস ৪১তম বারের মতো আমেরিকার ৪০০ শীর্ষ ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। ম্যাগাজিনটি বলছে; একটি গোষ্ঠী হিসেবে ফোর্বসের ৪০০ ধনী ব্যক্তির বর্তমান সম্পদের পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

গতবছরের তুলনায় এই সম্পদ ৫০০ বিলিয়ন কম। ফোর্বস বলছে; একটি গোষ্ঠী হিসেবে; এ বছরের ফোর্বসের ৪০০ নী এক বছর আগের তুলনায় দরিদ্র।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

তাঁদের মোট সম্পদের পরিমাণ গতবছরের তুলনায় ১১ শতাংশ কম। ফোর্বসের তথ্যমতে; এক বছরে সবচেয়ে বেশি সম্পদ কমেছে মার্কিন প্রযুক্তি খাতের ধনীদের। তাঁরা সম্মিলিতভাবে ৩১৫ বিলিয়ন ডলার হারিয়েছেন।

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

আমেরিকা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেখছে। দেখছে শেয়ারবাজারের পতন। চলতি বছর দেশটির অর্থনীতি সংকুচিত হচ্ছে। অনেকের আশঙ্কা; মন্দার দিকে এগোচ্ছে মার্কিন অর্থনীতি। যার প্রভাব ধনীদের সম্পদে পড়েছে।

ফোর্বস বলছে; মহামন্দার পর এ বছরই প্রথম অতি সম্পদশালী মার্কিনিরা পূর্ববর্তী বছরের চেয়ে ধনী নন। ফোর্বসের এই তালিকায় সবার ওপরে রয়েছেন এলন মাস্ক। দ্বিতীয় জেফ বেজোস। তৃতীয় বিল গেটস। তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন ধনীরা সম্পদ হারাচ্ছেন; এখন তারা আগের চেয়ে ‘গরিব’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

বিশেষ প্রতিবেদন: কথায় আছে; রাজার ধনও ফুরিয়ে যায়। তাই ধনীরা কখনও কখনও ‘গরিব’ হয়ে যান। এমনটাই হয়েছে মার্কিন বিত্তশালীদের ক্ষেত্রে। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে; আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিরা একবছর আগের চেয়ে এখন ‘দরিদ্র। অর্থাৎ; এক বছরে তাঁদের মোট সম্পদ কমে গেছে।

ফোর্বস ৪১তম বারের মতো আমেরিকার ৪০০ শীর্ষ ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। ম্যাগাজিনটি বলছে; একটি গোষ্ঠী হিসেবে ফোর্বসের ৪০০ ধনী ব্যক্তির বর্তমান সম্পদের পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

গতবছরের তুলনায় এই সম্পদ ৫০০ বিলিয়ন কম। ফোর্বস বলছে; একটি গোষ্ঠী হিসেবে; এ বছরের ফোর্বসের ৪০০ নী এক বছর আগের তুলনায় দরিদ্র।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

তাঁদের মোট সম্পদের পরিমাণ গতবছরের তুলনায় ১১ শতাংশ কম। ফোর্বসের তথ্যমতে; এক বছরে সবচেয়ে বেশি সম্পদ কমেছে মার্কিন প্রযুক্তি খাতের ধনীদের। তাঁরা সম্মিলিতভাবে ৩১৫ বিলিয়ন ডলার হারিয়েছেন।

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

আমেরিকা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দেখছে। দেখছে শেয়ারবাজারের পতন। চলতি বছর দেশটির অর্থনীতি সংকুচিত হচ্ছে। অনেকের আশঙ্কা; মন্দার দিকে এগোচ্ছে মার্কিন অর্থনীতি। যার প্রভাব ধনীদের সম্পদে পড়েছে।

ফোর্বস বলছে; মহামন্দার পর এ বছরই প্রথম অতি সম্পদশালী মার্কিনিরা পূর্ববর্তী বছরের চেয়ে ধনী নন। ফোর্বসের এই তালিকায় সবার ওপরে রয়েছেন এলন মাস্ক। দ্বিতীয় জেফ বেজোস। তৃতীয় বিল গেটস। তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে নেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।