২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল বাদল অধিবেশন, ইন্ডিয়ার হয়ে অনাস্থা পেশ বিরোধীদলগুলির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার
  • / 68

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুর ইস্যুকে কেন্দ্র করে কোণঠাসা মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে উত্তাল বাদল অধিবেশন। শাসক ও বিরোধীর মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। এর মধ্যেই বুধবার মোদি সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ার হয়ে লোকসভায় অনাস্থা প্রস্তাবের নোটিশ পেশ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে এই প্রস্তাব নিয়ে সংসদে কবে আলোচনা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার।

তেলঙ্গানার শাসকদল বিআরএস ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’য় অংশ নেয়নি। বিরোধী দলগুলির অবশ্য বক্তব্য, মণিপুর নিয়ে সরকারের ‘নীরবতা’ ভাঙাতেই তারা সংসদে অনাস্থা প্রস্তাব তাদের অন্যতম হাতিয়ার। এই প্রসঙ্গে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক শিবসেনার তরফে বলা হয়েছে, মণিপুর নিয়ে বক্তব্য রাখার জন্য প্রধানমন্ত্রী মোদি  যাতে সংসদে আসেন, সেই কারণেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এই অনাস্থা প্রস্তাব বিরোধী দলকে সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করার এবং প্রস্তাবটি পাস হলে সরকারকে পদত্যাগ করানোর ক্ষমতা রাখে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সম্পর্কে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন,  প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির উপর মানুষের আস্থা রয়েছে। বিরোধীরা আগেও অনাস্থা প্রস্তাব এনেছেন। কিন্তু মানুষ ওদের উচিত শিক্ষা দিয়েছে।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল বাদল অধিবেশন, ইন্ডিয়ার হয়ে অনাস্থা পেশ বিরোধীদলগুলির

আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মণিপুর ইস্যুকে কেন্দ্র করে কোণঠাসা মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে উত্তাল বাদল অধিবেশন। শাসক ও বিরোধীর মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। এর মধ্যেই বুধবার মোদি সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ার হয়ে লোকসভায় অনাস্থা প্রস্তাবের নোটিশ পেশ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে এই প্রস্তাব নিয়ে সংসদে কবে আলোচনা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার।

তেলঙ্গানার শাসকদল বিআরএস ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’য় অংশ নেয়নি। বিরোধী দলগুলির অবশ্য বক্তব্য, মণিপুর নিয়ে সরকারের ‘নীরবতা’ ভাঙাতেই তারা সংসদে অনাস্থা প্রস্তাব তাদের অন্যতম হাতিয়ার। এই প্রসঙ্গে ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক শিবসেনার তরফে বলা হয়েছে, মণিপুর নিয়ে বক্তব্য রাখার জন্য প্রধানমন্ত্রী মোদি  যাতে সংসদে আসেন, সেই কারণেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এই অনাস্থা প্রস্তাব বিরোধী দলকে সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করার এবং প্রস্তাবটি পাস হলে সরকারকে পদত্যাগ করানোর ক্ষমতা রাখে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সম্পর্কে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন,  প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির উপর মানুষের আস্থা রয়েছে। বিরোধীরা আগেও অনাস্থা প্রস্তাব এনেছেন। কিন্তু মানুষ ওদের উচিত শিক্ষা দিয়েছে।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

 

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট