মক ড্রিল, রাজ্যের একাধিক স্থানে আজ যুদ্ধকালীন মহড়া

- আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
- / 132
পুবের কলম প্রতিবেদক: কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হত্যাকাণ্ডের পর দেশজুড়েই নিন্দার ঝড় উঠেছে। সন্ত্রাসীদের জঙ্গি হামলায় নিরীহ পর্যটক এবং স্থানীয় বাসিন্দার মৃত্যুর পরেই ভারত এবং পাকিস্থানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।
ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পরেই দুই দেশের মধ্যে যেমন টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে তেমনি কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে ভারত-পাক সীমান্ত এলাকায়।
ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ইন্দো-বাংলাদেশ সহ নেপাল এবং ভুটান সীমান্তেও কড়া নজরদারি চালানো হচ্ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যের বিভিন্ন জেলার ট্রানজিট পয়েন্টগুলির পাশাপাশি নদী এবং সমুদ্র পথগুলির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে আজ বুধবার গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মক ড্রিল(যুদ্ধকালীন মহড়া)মহড়া চালানোর জন্য অ্যাডভাইসরি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাস্ট্র দফতরের পক্ষ থেকে।