১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“আমরা লড়ব, মরব কিন্তু সরব না” গোয়ায় অঙ্গীকার মমতার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 11

পুবের কলম ওয়েবডেস্কঃ  গোয়া সফরের  প্রথম দিনের সভাতেই প্রত্যাশিত ভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও  ছিল একই আক্রমণের ঝাঁজ।

এইদিন নিজের  বক্তব্যে  মমতা বলেন গোয়ায় বিজেপি বিরোধি ভোট এক করতেই এসেছি।এইদিন নিজের বক্তব্যে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও বেঁধেন মমতা। বলেন রাজভবনে এক রাজা বসে আছেন যিনি বিজেপির সুরে কথা বলেন।

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের

তৃণমূল নেত্রী এইদিন গোয়ার সভায় খেলা হবে স্লোগানও তোলেন।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে এইদিন মমতা বলেন গোয়ায় খেলা হবে। মান্ডবী নদীর তীরে আরব সাগরের উপকূলবর্তী এই শহরে যে তৃণমূলই আনবে নতুন ভোর এই অঙ্গীকারও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

অন্যদিকে অভিষেক বলেন বিজেপি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে ভুলে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখতে জানেন।

বাংলায় নিজের প্রতিশ্রুতি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোঙ্কন উপকূলে জোড়াফুল ফোটাতে মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব।গোয়ায় জোড়াফুল শিবিরে যোগ ১৫ জন এনসিপি বিধায়ক । গোয়ার প্রাক্তন ফুটবল কর্তা আলেমাও চার্চিলও এইদিন যোগ দেন জোড়াফুল শিবিরে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনিরো ফেলিইরোর ঘাসফুলে যোগদান করার মধ্যে দিয়েই এই কোঙ্কন উপকূলের এই রাজ্যে নিজেদের খাতা খোলে তৃণমূল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“আমরা লড়ব, মরব কিন্তু সরব না” গোয়ায় অঙ্গীকার মমতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  গোয়া সফরের  প্রথম দিনের সভাতেই প্রত্যাশিত ভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও  ছিল একই আক্রমণের ঝাঁজ।

এইদিন নিজের  বক্তব্যে  মমতা বলেন গোয়ায় বিজেপি বিরোধি ভোট এক করতেই এসেছি।এইদিন নিজের বক্তব্যে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও বেঁধেন মমতা। বলেন রাজভবনে এক রাজা বসে আছেন যিনি বিজেপির সুরে কথা বলেন।

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের

তৃণমূল নেত্রী এইদিন গোয়ার সভায় খেলা হবে স্লোগানও তোলেন।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে এইদিন মমতা বলেন গোয়ায় খেলা হবে। মান্ডবী নদীর তীরে আরব সাগরের উপকূলবর্তী এই শহরে যে তৃণমূলই আনবে নতুন ভোর এই অঙ্গীকারও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

অন্যদিকে অভিষেক বলেন বিজেপি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে ভুলে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখতে জানেন।

বাংলায় নিজের প্রতিশ্রুতি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোঙ্কন উপকূলে জোড়াফুল ফোটাতে মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব।গোয়ায় জোড়াফুল শিবিরে যোগ ১৫ জন এনসিপি বিধায়ক । গোয়ার প্রাক্তন ফুটবল কর্তা আলেমাও চার্চিলও এইদিন যোগ দেন জোড়াফুল শিবিরে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজেনিরো ফেলিইরোর ঘাসফুলে যোগদান করার মধ্যে দিয়েই এই কোঙ্কন উপকূলের এই রাজ্যে নিজেদের খাতা খোলে তৃণমূল।