মুখ্যমন্ত্রী কে? সিদ্দারামাইয়া না শিবকুমার! নাকি নতুন কোনও মুখ….. আজই বৈঠক
ইমামা খাতুন
- আপডেট :
১৪ মে ২০২৩, রবিবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: এক্সিট পোলের গণনা সঠিক প্রমাণ করে কর্নাটকে বড় জয় হয়েছে কংগ্রেসের। বিজেপিকে হারিয়ে ১৩৫টি আসনে জয়ী হয়েছে হাত শিবির। তবে কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া না শিবকুমার ? নাকি নতুন কোনও চমক দিতে চলেছে কংগ্রেস! তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা।
দলীয় সূত্রে খবর, আজ রবিবারি’ই মুখ্যমন্ত্রী বাছাই কাজ শুরু হবে। বিকেলে বৈঠকে বসতে চলেছে শীর্ষস্থানীয় নেতারা। ইতিমধ্যেই বেঙ্গালুরুর সানগ্রি-লা হোটেল বুক করেছেন কংগ্রেস নেতৃত্বরা। সেখানেই বৈঠক হতে চলেছে বলেই জানা গেছে। আগামী ৫ বছরের জন্য কে হবে দক্ষিণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কে পাবে কর্নাটকের দায়িত্বভার তা ওই বৈঠকেই বাছাই করে নেওয়া হবে। বিধায়করাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, ওই বৈঠকেই কংগ্রেস বিধায়করা প্রস্তাবনা পাশ করবেন। ওই প্রস্তাবনায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির হাতেই তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব। সোমবার নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। সরকার গঠনে দেরি করতে নারাজ হাত শিবির।
প্রসঙ্গত, কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দুইজন। প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে একেবারে সামনের সারিতে রয়েছেন সিদ্দারামাইয়া। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাছাড়া এটাই তাঁর জীবনের শেষ নির্বাচন বলে আগেই ঘোষণা করে দেন বর্ষীয়াণ এই কংগ্রেস নেতা।