দ্বন্দ্ব নেই, খুব শীঘ্রই ভারত সফরে যাব: নেপালের প্রধানমন্ত্রী

- আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার
- / 290
পুবের কলম, ওয়েব ডেস্ক: কোনও বিরোধ বা দ্বন্দ্ব নেই। যথাযথ সময়ে ভারত সফর করব। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। বলা বাহুল্য, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও, ভারত ও নেপালের মধ্যে এখন দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। এক সময় নেপাল ভারতের নির্ভরযোগ্য মিত্র ছিল। সীমান্ত, সংস্কৃতি, ধর্মীয় বন্ধন—সবদিক থেকেই দুই দেশের সম্পর্ক ছিল অটুট। কিন্তু গত এক দশকে সেই সম্পর্কের গভীর চিত্র বদলে গেছে। বিগত কয়েক বছরে নেপাল এখন চিনের দিকে ঝুঁকে পড়ছে।এমনকি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে প্রথা ভেঙে চিন সফর গিয়েছিলেন তিনি । তবে এদিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওলি জানান, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপাল সফরে যাবেন। সব ঠিক থাকলে নভেম্বর মাসেই তিনি নেপাল সফর করবেন। তাঁকে সংশ্লিষ্ট বিষয়ে নেপাল সরকার থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। তবে উনি কবে ভারত সফর করবেন ? সেই প্রশ্নোত্তরে ওলি জানান, ভারতের পক্ষ থেকে তাঁকে এখনও কোনও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। তবে দুই পাক্ষিক কিছু কাজ চলছে। সব ঠিক হয়ে গেলে খুব শীঘ্রই তিনিও ভারত সফরে আসবেন ।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনিফাইড মার্কসবাদী- লেনিনবাদী )-এর চেয়ারপারসন ওলি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর প্রথম গন্তব্য হিসেবে ভারত সফরের ঐতিহ্য ভেঙে তিনি তার প্রথম বিদেশ সফরের জন্য চিনকে বেছে নেন। যার ফলস্বরূপ ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয় বলেই মনে করে বিশেষজ্ঞ মহল।