ওড়িশায় কাজে গিয়ে ট্রেন থেকে নিখোঁজ এগরার জইরুদ্দিন

- আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 109
সূরাজ মিশ্র, পূর্ব মেদিনীপুর : সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাজ্যগুলিতে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর চরম নির্যাতনের অভিযোগ ক্রমশই বাড়ছে। শুধুমাত্র বাংলায় (Bengali Language) কথা বললেই তাদের ‘বাংলাদেশি’ (Bangladeshi) তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে। নাগপুর, গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি-সহ একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers) এই অভিযোগ তুলছে।
প্রতিবেশী রাজ্য ওড়িশায় (Odisha) ব্যবসা করতে গিয়ে এবার রহস্যজনকভাবে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এক যুবক। ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে জেলার এগরা-১ ব্লকের কসবা এগরা পঞ্চায়েতের এরেন্দাবাড় গ্রামে। নিখোঁজ যুবকের নাম জইরুদ্দিন সাহা (৩০)। পরিবার সূত্রে খবর, তিনি গত প্রায় ১৪-১৫ বছর ধরে ওড়িশার পুরী ও ভদ্রক এলাকায় চুল ফেরির ব্যবসা করতেন।
নিয়মিত ট্রেনে বাড়ি এবং ব্যবসার জায়গায় যাতায়াত করতেন তিনি। গত রবিবার সকালে ব্যবসার কাজে পুরী গিয়েছিলেন জইরুদ্দিন। পরে সেদিন সকাল ১০টার দিকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানিয়ে ছিলেন, ‘ধেউলি এক্সপ্রেসে (Dhauli Express) পুরী থেকে বাড়ি ফিরছি, কিন্তু এরপর থেকে তার কোনও খোঁজ মেলেনি।’
চারদিন কেটে গেলেও এখনও পর্যন্ত জইরুদ্দিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার ভেঙে পড়েছে। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে অবশেষে বেলদা রেল পুলিশের দ্বারস্থ হয়েছে। রেল পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
বর্তমানে এরেন্দাবাড় গ্রামে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। নিখোঁজ যুবকের মা জানান, ‘আমাদের ছেলের কোনো খোঁজ নেই। কোথায় গেল, কেমন আছে কিছুই জানি না।’ বর্তমান পরিস্থিতিতে পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।