০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
  • / 801

গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে আটক অভিযান চালায় তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও আইনসম্মত নৌ–অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। আটক যাত্রীদের নিরাপদে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে ইউরোপে ফেরত পাঠানো হবে।

ফ্লোটিলা ট্র্যাকার জানিয়েছে, এই বহরে মোট ৪৪টি নৌযান ছিল, যেগুলোতে ছিলেন প্রায় ৫০০ মানুষ। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মী ছিলেন। আটক হওয়া নৌযানগুলোর মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো গাজায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর একটি বৈশ্বিক উদ্যোগ। কিন্তু ইসরায়েল শুরু থেকেই এ উদ্যোগকে হামাস-সম্পৃক্ত দাবি করে আসছে, যদিও কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

আপডেট : ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে আটক অভিযান চালায় তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও আইনসম্মত নৌ–অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। আটক যাত্রীদের নিরাপদে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে ইউরোপে ফেরত পাঠানো হবে।

ফ্লোটিলা ট্র্যাকার জানিয়েছে, এই বহরে মোট ৪৪টি নৌযান ছিল, যেগুলোতে ছিলেন প্রায় ৫০০ মানুষ। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মী ছিলেন। আটক হওয়া নৌযানগুলোর মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো গাজায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর একটি বৈশ্বিক উদ্যোগ। কিন্তু ইসরায়েল শুরু থেকেই এ উদ্যোগকে হামাস-সম্পৃক্ত দাবি করে আসছে, যদিও কোনো প্রমাণ হাজির করতে পারেনি।