ধান উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, কৃষকদের শুভেচ্ছা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 32
পুবের কলম ওয়েবডেস্ক: ধান উৎপাদনে দেশে শীর্ষস্থানে বাংলা। ২০২৪-২৫ সালে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে রাজ্যে। যা এখনও পর্যন্ত যে কোনও বছরের থেকে সর্বোচ্চ।
মুখ্যমন্ত্রী উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি আমাদের কৃষক, কৃষি শ্রমিক ও কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত সকল ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
I am delighted to share that West Bengal has achieved a historic milestone in agricultural production. In the year 2024 to 2025, our farmers produced 256.53 lakh metric tonnes of paddy, the highest ever recorded in any year. This reaffirms Bengal’s position as the leading paddy…
— Mamata Banerjee (@MamataOfficial) July 3, 2025
২০২৪-২৫ সালে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বাংলায়। ২০২৪ সালের খরিফ মরশুমে মোট ১৮১.৩৫ লক্ষ মেট্রিক টন উৎপাদিত হয়েছিল। ২০২৪-২৫ সালের বোরো মরশুমে ৭৫.১৮ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। মোট করলে দাঁড়ায় ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন। ২০২১-২২ সালে রাজ্যে ২৫৩.৬৬ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। যা এই বছর পর্যন্ত রেকর্ড ছিল। ২০২৪-২৫ সালের উৎপাদন পূর্ববর্তী রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।
২০১১ সালে রাজ্যে পালা বদলের সময় ধান উৎপাদন ছিল ২০০.৮৪ লক্ষ মেট্রিক টন। ২০২৫ সালে সেই উৎপাদন ৫৬ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। রাজ্যে শুধু ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা নয়। কৃষিবিভাগের তথ্য বলছে, রাজ্যে ভুট্টার উৎপাদন ৩.৫ লক্ষ মেট্রিক টন থেকে ২৯ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। তৈলবীজ ৭ লক্ষ মেট্রিক টন থেকে ১৪ লক্ষ মেট্রিক টন হয়েছে। ডাল ১.৪২ লক্ষ মেট্রিক টন থেকে ৪.৫০ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। সুগন্ধি চালের উৎপাদন প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। ঘূর্ণিঝড় ডানা এবং বেশ কয়েকটি জেলায় বন্যার মতো প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও, আমাদের কৃষকদের অদম্য মনোবল, জেদে এই মাইলফলক অর্জন করা গিয়েছে। সঙ্গে রাজ্য সরকারের কৃষকবন্ধু, বাংলা শস্য বীমা, সুলভ মূল্যে ধান ক্রয়ের সাহায্য করেছে।’