অসমে অনুষ্ঠানের ভোজ খেয়ে বিষক্রিয়া, অসুস্থ ১০০
ইমামা খাতুন
- আপডেট :
১২ মে ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: ধর্মীয় অনুষ্ঠানের ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একটি গ্রামের ১০০ জন। ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়া জেলার একটি গ্রামে।বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। অসুস্থদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা রয়েছে। সেখানে তাঁরা আপাতত চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসার পর কয়েকজনের অবস্থার উন্নতি হলেও বেশ কয়েকজন এখনও গুরুতর অসুস্থ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছেন ১০০ জনেরও বেশি। তবে তাঁদের বিপদ কেটে গিয়েছে বলে জানানো হয়েছে অসমের স্বাস্থ্য দফতরের তরফে।
অসমের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গোয়ালপাড়া জেলার মারিয়ামপুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে ছিল এই অনুষ্ঠান। মেঘালয়ের সীমান্তে এই গ্রাম। সেই গ্রামের অধিকাংশ বাসিন্দায় গারো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেই গ্রামেরই এক ব্যক্তির বাড়িতে বুধবার ছিল আচার অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত ছিলেন বহু মানুষ। সকলেই ভোজ খেয়েছিলেন সেখানে। তার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ১০০ জনেরও বেশি জন খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে গোয়ালপাড়া সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।