ইউরোপে চলতি বছর তাপপ্রবাহে ১৫ হাজার মানুষের মৃত্যু

- আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 17
বিশেষ প্রতিবেদন: জলবায়ু পরিবর্তন থেকে তাপমাত্রা বৃদ্ধির কারণে ইউরোপে চলতি বছর এখনও পর্যন্ত অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়; জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাস ছিল ইউরোপে সবচেয়ে উষ্ণতম মাস। ব্যতিক্রমীভাবে উচ্চ তাপমাত্রার কারণে মধ্যযুগের পর ইউরোপে সবচেয়ে খারাপ খরা দেখা দিয়েছে এবার।
অপর এক সূত্রে দাবি; বাড়তি তাপমাত্রার কারণে জুন থেকে জুলাইয়ের মধ্যে ইউরোপে প্রায় ২৪ হাজার অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ সময়ে ব্রিটেনে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজ বলেন; তথ্যানুযায়ী; ২০২২ সালে ইউরোপে কমপক্ষে ১৫ হাজার মানুষ তাপমাত্রা বৃদ্ধির কারে মারা গেছেন।
আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন এবং জার্মানি। ক্লুজ বলেন; গ্রীষ্মের ৩ মাসে স্পেনে প্রায় ৪ হাজার; পর্তুগালে ১ হাজারেরও বেশি; ব্রিটেনে ৩ হাজার ২০০-র বেশি এবং জার্মানিতে প্রায় ৪ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন; আরও অনেক দেশ বাড়তি তাপ সম্পর্কিত মৃত্যুর বিষয়ে তথ্য দিয়েছে। ফলে মৃত্যুর এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির কারণে দাবানলের তীব্রতা বেড়েছে; বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং ফসল উৎপাদনে সমস্যা সৃষ্টি করেছে।