০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারিন ম্যাজিকে কুপোকাত আরসিবি, বিরাটদের হারিয়ে কোয়ালিফায়ারে কেকেআর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 47

পুবের কলম ওয়েব ডেস্কঃ কার্যত একার হাতে বিরাট কোহলির আগ্রাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নাস্তানাবুদ করে ছাড়লেন নারিন। নারিনের ম্যাজিকে আইপিএলের (IPl 2021) এলিমিনেটরে কোহলিদের ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের দিকে পা বাড়াল নাইটরা।

শারজাতে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি (RCB) অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে আরসিবি। পাওয়ার-প্লে তে ভাল গতিতে রান তুলছিলেন পাড়িক্কল এবং বিরাট। প্রথম উইকেটের জুটিতেই ৪৯ রান তোলেন তাঁরা। কিন্তু প্রথম উইকেটের পতনের পরই ঘুরে যায় খেলার মোড়। কার্যত একাই রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন নারিন । ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

শারজার পিচে ১৩৯ রানের টার্গেট খুব একটা সহজ ছিল না। কিন্তু নাইট ব্যাটসম্যানরা ‘সবে মিলি করি কাজ’ নীতিতে বিশ্বাসী। ছোট ছোট জুটি বেঁধে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তাঁরা। শুরুটা এদিনও ভাল করেন গিল এবং আইয়ার। প্রথম উইকেটের জুটিতে নাইটরা তোলে ৪১ রান। শুভমন গিল করেন ১৮ বলে ২৯। আইয়ার (২৯), নীতীশ রানাও (২৩) উপযোগী ইনিংস খেলেন। আইয়ারের উইকেটের পর মনে হচ্ছিল পরপর উইকেট হারিয়ে নাইটরা চাপে পড়ে যেতে পারে। তখনই ফের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নারিন। এবার ব্যাট হাতে। ক্রিশ্চিয়ানের এক ওভারে ৩টি গগনচুম্বি ছক্কা হাঁকান সুনীল। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায় নাইটদের দিকে।

আরও পড়ুন: হাইকোর্টে আরসিবি

১৫ বলে ২৬ রান করেন নারিন। কিন্তু নারিনের উইকেটের পর ফের চাপে পড়ে যায় নাইটরা। ৪ ওভারে ১৯ রান তুলতেও হিমশিম খেতে হয় তাঁদের। যদিও শেষ পর্যন্ত শাকিব এবং মর্গ্যান লক্ষ্যে পৌঁছে দেন নাইটদের।

আরও পড়ুন: গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

এই জয়ের ফলে নাইটরা চলে গেল আইপিএলের কোয়ালিফায়ারে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলবে তাঁরা। অন্যদিকে হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আরসিবি। আরসিবির অধিনায়ক হিসাবে শেষ ম্যাচে উপহার হিসাবে হতাশাই সঞ্চয় করলেন বিরাট কোহলি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারিন ম্যাজিকে কুপোকাত আরসিবি, বিরাটদের হারিয়ে কোয়ালিফায়ারে কেকেআর

আপডেট : ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ কার্যত একার হাতে বিরাট কোহলির আগ্রাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নাস্তানাবুদ করে ছাড়লেন নারিন। নারিনের ম্যাজিকে আইপিএলের (IPl 2021) এলিমিনেটরে কোহলিদের ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের দিকে পা বাড়াল নাইটরা।

শারজাতে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি (RCB) অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে আরসিবি। পাওয়ার-প্লে তে ভাল গতিতে রান তুলছিলেন পাড়িক্কল এবং বিরাট। প্রথম উইকেটের জুটিতেই ৪৯ রান তোলেন তাঁরা। কিন্তু প্রথম উইকেটের পতনের পরই ঘুরে যায় খেলার মোড়। কার্যত একাই রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন নারিন । ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

শারজার পিচে ১৩৯ রানের টার্গেট খুব একটা সহজ ছিল না। কিন্তু নাইট ব্যাটসম্যানরা ‘সবে মিলি করি কাজ’ নীতিতে বিশ্বাসী। ছোট ছোট জুটি বেঁধে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তাঁরা। শুরুটা এদিনও ভাল করেন গিল এবং আইয়ার। প্রথম উইকেটের জুটিতে নাইটরা তোলে ৪১ রান। শুভমন গিল করেন ১৮ বলে ২৯। আইয়ার (২৯), নীতীশ রানাও (২৩) উপযোগী ইনিংস খেলেন। আইয়ারের উইকেটের পর মনে হচ্ছিল পরপর উইকেট হারিয়ে নাইটরা চাপে পড়ে যেতে পারে। তখনই ফের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নারিন। এবার ব্যাট হাতে। ক্রিশ্চিয়ানের এক ওভারে ৩টি গগনচুম্বি ছক্কা হাঁকান সুনীল। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায় নাইটদের দিকে।

আরও পড়ুন: হাইকোর্টে আরসিবি

১৫ বলে ২৬ রান করেন নারিন। কিন্তু নারিনের উইকেটের পর ফের চাপে পড়ে যায় নাইটরা। ৪ ওভারে ১৯ রান তুলতেও হিমশিম খেতে হয় তাঁদের। যদিও শেষ পর্যন্ত শাকিব এবং মর্গ্যান লক্ষ্যে পৌঁছে দেন নাইটদের।

আরও পড়ুন: গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

এই জয়ের ফলে নাইটরা চলে গেল আইপিএলের কোয়ালিফায়ারে। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলবে তাঁরা। অন্যদিকে হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আরসিবি। আরসিবির অধিনায়ক হিসাবে শেষ ম্যাচে উপহার হিসাবে হতাশাই সঞ্চয় করলেন বিরাট কোহলি।