২২৫৩ কোটি টাকায় বিশ্বের সবচেয়ে দামী রোনাল্ডো

- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 85
পুবের কলম, স্পোর্টস ডেস্ক: ৪০-এ পা দিয়েও তাঁর জনপ্রিয়তা যে এতটুকু কমে নি, তা আরও একবার বুঝিয়ে দিলেন পর্তুগীজ ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসিও এখনও খেলছেন, রোনাল্ডোও। দুজনেই নিজের প্রিয় ইউরোপ ছেড়ে বিশ্বের দুই প্রান্তের দুই দলকে সমৃদ্ধ করছেন। মেসি আমেরিকায়। রোনাল্ডো আরব মুলুকে। একটা সময় উপার্জনের ক্ষেত্রে একে অপরকে টেক্কা দিতেন। এখনও সেই ধারা অব্যাহত। তবে ২০২৪ সালের বার্ষিক আয়ের হিসেবে মেসিকে অনেকগুণ পিছনে ফেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের এক দামী সংস্থার বিচারে এই অর্থবর্ষের বিশ্বের সবচেয়ে দামী প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ২৬০মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রার অর্থমূল্য দাঁড়াচ্ছে ২২৫৩কোটি ৯৩ লক্ষ ৯১হাজার ৯১৪ টাকা।
রোনল্ডো এখন সউদির প্রো লিগে আল নাসরের চুক্তিবদ্ধ ফুটবলার। একটা সময় শোনা গিয়েছিল, তিনি হয়ত এবার সউদি ছেড়ে ফের ইউরোপে পাড়ি জমাতে চলেছেন। কিন্তু নিজেই সে তথ্য খারিজ করে দিয়েছেন সিআরসেভেন। এই বছরে আল নাসরে খেলে তিনি বেতন ও পুরস্কারমূল্য বাবদ আয় করেছেন ২১৫ মিলিয়ন মার্কিন ডলার। এবং ৪৫ মার্কিন ডলার তিনি উপার্জন করেছেন বিজ্ঞাপণী ক্ষেত্র থেকে। বিশ্বের কোনও বিভাগের কোনও ক্রীড়াবিদ এই মুহূর্তে চলতি বছরের আয়ের নিরিখে রোনাল্ডোর ধারে কাছে আসতে পারেননি।
তাঁর পরে রয়েছেন এনবিএ স্টার স্টিফেন ক্যারি। খেলা ও বিজ্ঞাপণ থেকে তাঁর এই বছরে আয়ের পরিমাণ ১৫৩.৮ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য সউদি প্রো লিগে আল নাসরের হয়ে ইতিমধ্যেই ৯৭ টি ম্যাচে ৮৮টি গোল করে ফেলেছেন তিনি। নিজের ফুটবল কেরিয়ারে মোট গোলের সংখ্যা ৯০০-র বেশি। আল নাসরের হয়ে ১০০টি ম্যাচ ও ১০০ গোলের দোরগোড়ায় দাঁড়িয়ে পর্তুগীজ ফুটবলের রাজকুমার।