০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান হকি দল

চামেলি দাস
  • আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 342

পুবের কলম, ওয়েবডেস্ক:  কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে  আসেনি ভারতীয় ক্রিকেট দল। রোহিত ব্রিগেড নিজেদের ম্যাচগুলি খেলেছে দুবাইয়ে। এরই মধ্যে পাকিস্তান হকি ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হল, ভারতের মাটিতে আসন্ন এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতে যাবে পাকিস্তান হকি দল। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে বসতে চলেছে এশিয়া কাপ হকির আসর। এর আগে পাক হকি দল শেষবার ভারতে এসেছিল ২০২৩ সালে। সেবার ৬ দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল পাঁচ নম্বরে খেলা শেষ করেছিল। আসন্ন এশিয়া কাপে খেলবে ৮টি দল। তার মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, চিন ও মালয়েশিয়া যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে মূল পর্বে অংশ নেবে।

আরও পড়ুন: অস্বাভাবিক গরম পড়তে পারে খবর আবহাওয়া দফতরের

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

এই প্রসঙ্গে হকি ইন্ডিয়াব প্রেসিডেন্ট দিলীপ তিরকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ যেখানেই হোক না কেন, সেটা সবময়ই উপভোগ্য হয়ে থাকে। দু’বছর আগে পাক হকি দল চেন্নাইয়ে খেলে গিয়েছে। সেবারও উপভোগ্য লড়াই হয়েছিল। আশা করি এ বারও রাজগীরে পাকিস্তান হকি দল দর্শকদের ভালো খেলা উপহার দেবে।’

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এশিয়া কাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান হকি দল

আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে  আসেনি ভারতীয় ক্রিকেট দল। রোহিত ব্রিগেড নিজেদের ম্যাচগুলি খেলেছে দুবাইয়ে। এরই মধ্যে পাকিস্তান হকি ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হল, ভারতের মাটিতে আসন্ন এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতে যাবে পাকিস্তান হকি দল। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে বসতে চলেছে এশিয়া কাপ হকির আসর। এর আগে পাক হকি দল শেষবার ভারতে এসেছিল ২০২৩ সালে। সেবার ৬ দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল পাঁচ নম্বরে খেলা শেষ করেছিল। আসন্ন এশিয়া কাপে খেলবে ৮টি দল। তার মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, চিন ও মালয়েশিয়া যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে মূল পর্বে অংশ নেবে।

আরও পড়ুন: অস্বাভাবিক গরম পড়তে পারে খবর আবহাওয়া দফতরের

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

এই প্রসঙ্গে হকি ইন্ডিয়াব প্রেসিডেন্ট দিলীপ তিরকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ যেখানেই হোক না কেন, সেটা সবময়ই উপভোগ্য হয়ে থাকে। দু’বছর আগে পাক হকি দল চেন্নাইয়ে খেলে গিয়েছে। সেবারও উপভোগ্য লড়াই হয়েছিল। আশা করি এ বারও রাজগীরে পাকিস্তান হকি দল দর্শকদের ভালো খেলা উপহার দেবে।’

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের