০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ?’ পরাজয়ের পর শামিকে ব্যাপক গালাগালি নেটদুনিয়ায়

মাসুদ আলি
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
  • / 18

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ভারত এমনভাবে পরাজিত হবে কেউ ভাবেনি। সম্ভবত পাকিস্তানিরাও ভাবেনি যে তারা জিতবে। কারণ লাগাতার ভারতের বিরুদ্ধে তাসের ঘরের মত বারবার ভেঙে পড়েছে পাক টিম। কিন্তু রবিবার যা ঘটল তা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটা বিরাট ধাক্কা। গেরুয়া মানসিকতার লোকজন সর্বদায় এমন ইস্যুতে ভারতের মসুলিম প্লেয়াদের নিশানা করে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। 

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড়সড় হারের পর মহম্মদ শামিকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর সব আক্রমণ উড়ে এল।সঙ্গে গালিগালাজ। কেবল শামি নন, আহামরি পারফরম্যান্স দেখতে পারেননি কোনও ভারতীয় প্লেয়ারই। কিন্তু নেট দুনিয়ায় নরম নিশানা মুহাম্মদ শামিই। তবে শামির পাশে যে কেউ দাঁড়াননি এমন নন। তবে তারা সংখ্যায় যথারীতি কম।

বোলারদের মধ্যে কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। প্রথমদিকে তেমন বল করতে পারেননি শামিও। ১৮ তম ওভারে তাঁকে যখন ফের বল দেন বিরাট, সেই সময় ১৭ রান দরকার ছিল পাকিস্তানের। প্রথম বলেই ছক্কা খান শামি। পরের দুটি বলে বল বাউন্ডারির বাইরে যায়। সেই ওভারের এক বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ইনস্টাগ্রামে শামির ছবির নীচে গালিগালাজ করা হয়। পাকিস্তানের থেকে টাকা খেয়েছেন বলেও অভিযোগ তোলা হয়।

নেট দুনিয়ায় শামির সমর্থনে এগিয়ে আসেন কেউ কেউ। এক নেটিজেন বলেন, ‘ম্যাচ হেরে যাওয়ার পর ধোনি এবং কোহলি পাকিস্তানিদের সঙ্গে মজা করতে পারেন। অন্যদিকে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারায় ইন্টারনেট দুনিয়ায় মহম্মদ শামিকে গালিগালাজ করা হয়। সইতে হয় ঘৃণা।’ এক নেটিজেন লেখেন, ‘দারুণ বল করেছ চ্যাম্প। তুমি তোমার সেরাটা দিয়েছ। আজ আমাদের দিন ছিল না।’

আরও খবর পড়ুনঃ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ?’ পরাজয়ের পর শামিকে ব্যাপক গালাগালি নেটদুনিয়ায়

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ভারত এমনভাবে পরাজিত হবে কেউ ভাবেনি। সম্ভবত পাকিস্তানিরাও ভাবেনি যে তারা জিতবে। কারণ লাগাতার ভারতের বিরুদ্ধে তাসের ঘরের মত বারবার ভেঙে পড়েছে পাক টিম। কিন্তু রবিবার যা ঘটল তা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে একটা বিরাট ধাক্কা। গেরুয়া মানসিকতার লোকজন সর্বদায় এমন ইস্যুতে ভারতের মসুলিম প্লেয়াদের নিশানা করে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। 

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড়সড় হারের পর মহম্মদ শামিকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর সব আক্রমণ উড়ে এল।সঙ্গে গালিগালাজ। কেবল শামি নন, আহামরি পারফরম্যান্স দেখতে পারেননি কোনও ভারতীয় প্লেয়ারই। কিন্তু নেট দুনিয়ায় নরম নিশানা মুহাম্মদ শামিই। তবে শামির পাশে যে কেউ দাঁড়াননি এমন নন। তবে তারা সংখ্যায় যথারীতি কম।

বোলারদের মধ্যে কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। প্রথমদিকে তেমন বল করতে পারেননি শামিও। ১৮ তম ওভারে তাঁকে যখন ফের বল দেন বিরাট, সেই সময় ১৭ রান দরকার ছিল পাকিস্তানের। প্রথম বলেই ছক্কা খান শামি। পরের দুটি বলে বল বাউন্ডারির বাইরে যায়। সেই ওভারের এক বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ইনস্টাগ্রামে শামির ছবির নীচে গালিগালাজ করা হয়। পাকিস্তানের থেকে টাকা খেয়েছেন বলেও অভিযোগ তোলা হয়।

নেট দুনিয়ায় শামির সমর্থনে এগিয়ে আসেন কেউ কেউ। এক নেটিজেন বলেন, ‘ম্যাচ হেরে যাওয়ার পর ধোনি এবং কোহলি পাকিস্তানিদের সঙ্গে মজা করতে পারেন। অন্যদিকে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারায় ইন্টারনেট দুনিয়ায় মহম্মদ শামিকে গালিগালাজ করা হয়। সইতে হয় ঘৃণা।’ এক নেটিজেন লেখেন, ‘দারুণ বল করেছ চ্যাম্প। তুমি তোমার সেরাটা দিয়েছ। আজ আমাদের দিন ছিল না।’

আরও খবর পড়ুনঃ