১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
‘আইসিস কাশ্মীরের নাম ব্যবহার করে হুমকি মেল

Gautam Gambhir: পহেলগাঁও হামলায় প্রতিবাদ, গম্ভীরকে হত্যার হুমকি আরএসএস কর্মীর

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 495

পুবের কলম প্রতিবেদকঃ পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ভারতের অন্যান্য ক্রীড়াব্যাক্তিত্বদের মতো সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানিয়েছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। যার জেরে মেলে পাল্টা খুনের হুমকিও। তদন্তে নেমে এদিন দিল্লি পুলিশ আটক করে গুজরাতের বাসিন্দা আরএসএস কর্মী জিগ্নেশ পারমারকে, যিনি গুজরাতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। গম্ভীরকে হুমকি দিয়েছিল ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। অথচ তদন্তে নেমে পুলিশ খুঁজে পেল জিগ্নেশকে। আর তাতেই অবাক সবাই।

পহেলগাঁওয়ে মর্মান্তিক কাণ্ড ঘটে যাওয়ার পর গম্ভীর (Gautam Gambhir) সরাসরি পাকিস্তানকে দায়ী করে তাদের ওপর পাল্টা আক্রমণের পক্ষেও সওয়াল করেছিলেন। তার পরেই ইমেলে খুনের হুমকি পান ভারতের প্রাক্তন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার (Gautam Gambhir)। গত বুধবারই তিনি আরও একটি হুমকি মেইল পান। সেখানে লেখা ছিল , ‘আই কিল ইউ।’ যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করব।’

 

Wb hajj: রাজ্য হজ কমিটির উদ্যোগে প্রশিক্ষণ শিবির

 

হুমকি ইমেল এসেছিল ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠনের তরফে। তার পরিপ্রেক্ষিতে কিছুটা আতঙ্কিত হয়ে গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে গুজরাতের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের জিজ্ঞাসাবাদের সময় নাকি তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। সে নাকি বার বার নিজের বয়ান বদল করছিল। তাতেই তাকে আটক করে তারা।

পুলিশি জেরায় নাকি সে নিজের অপরাধ কবুল করেছে। তবে তার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এরইমধ্যে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। এ ব্যাপারে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘আমরা তদন্ত করতে গিয়ে দেখলাম জিগ্নেশের নাম উঠে আসছে। সে একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আপাতত তাকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, তার নাকি মানসিক সমস্যা রয়েছে। তাই নাকি এসব কাণ্ড ঘটিয়ে বসেছে। এ ব্যাপারে আমাদের তদন্ত এখনও চলবে। আমরা দেখতে চায়, মানসিক সমস্যার কারণে সে এমনটা করেছে, নাকি সত্যি সত্যি ওর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে।’

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আইসিস কাশ্মীরের নাম ব্যবহার করে হুমকি মেল

Gautam Gambhir: পহেলগাঁও হামলায় প্রতিবাদ, গম্ভীরকে হত্যার হুমকি আরএসএস কর্মীর

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ভারতের অন্যান্য ক্রীড়াব্যাক্তিত্বদের মতো সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানিয়েছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। যার জেরে মেলে পাল্টা খুনের হুমকিও। তদন্তে নেমে এদিন দিল্লি পুলিশ আটক করে গুজরাতের বাসিন্দা আরএসএস কর্মী জিগ্নেশ পারমারকে, যিনি গুজরাতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। গম্ভীরকে হুমকি দিয়েছিল ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। অথচ তদন্তে নেমে পুলিশ খুঁজে পেল জিগ্নেশকে। আর তাতেই অবাক সবাই।

পহেলগাঁওয়ে মর্মান্তিক কাণ্ড ঘটে যাওয়ার পর গম্ভীর (Gautam Gambhir) সরাসরি পাকিস্তানকে দায়ী করে তাদের ওপর পাল্টা আক্রমণের পক্ষেও সওয়াল করেছিলেন। তার পরেই ইমেলে খুনের হুমকি পান ভারতের প্রাক্তন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার (Gautam Gambhir)। গত বুধবারই তিনি আরও একটি হুমকি মেইল পান। সেখানে লেখা ছিল , ‘আই কিল ইউ।’ যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করব।’

 

Wb hajj: রাজ্য হজ কমিটির উদ্যোগে প্রশিক্ষণ শিবির

 

হুমকি ইমেল এসেছিল ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠনের তরফে। তার পরিপ্রেক্ষিতে কিছুটা আতঙ্কিত হয়ে গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে গুজরাতের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের জিজ্ঞাসাবাদের সময় নাকি তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। সে নাকি বার বার নিজের বয়ান বদল করছিল। তাতেই তাকে আটক করে তারা।

পুলিশি জেরায় নাকি সে নিজের অপরাধ কবুল করেছে। তবে তার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এরইমধ্যে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। এ ব্যাপারে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘আমরা তদন্ত করতে গিয়ে দেখলাম জিগ্নেশের নাম উঠে আসছে। সে একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আপাতত তাকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, তার নাকি মানসিক সমস্যা রয়েছে। তাই নাকি এসব কাণ্ড ঘটিয়ে বসেছে। এ ব্যাপারে আমাদের তদন্ত এখনও চলবে। আমরা দেখতে চায়, মানসিক সমস্যার কারণে সে এমনটা করেছে, নাকি সত্যি সত্যি ওর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে।’