২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকত্ব নিয়ে ‘জোট’! সীমান্তে নাগরিকত্ব জটে আটকে একাধিক মহিলা

চামেলি দাস
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 227

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানিদের দেশ ছাড়া নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। এরপরেই শুক্রবার পাঞ্জাবের অমৃতসরের অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে প্রায় ১৯১ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। তবে বেশ কয়েকজন ভারতীয় মহিলা সীমান্তে পেরতে গিয়ে সমস্যা পড়েছেন বলে খবর। তাঁদের শ্বশুড়বাড়ি পাকিস্তানে। স্বামী-সংসার সেখানে। অথচ পাসপোর্ট তাঁদের ভারতের। এই জটিলতায় পড়ে শুক্রবার পর্যন্ত তাঁরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যেতে পারেননি। পাকিস্তানি নাগরিকরা সীমান্ত পার করতে পারলেও ভারতীয় পাসপোর্ট অধিকারীদের পাকিস্তানের শ্বশুরবাড়িতে ফিরতে সমস্যা হচ্ছে বলে দাবি সীমান্তে আটকে পড়া মহিলাদের।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

আরও পড়ুন: ৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

অটারী-ওয়াঘা সীমান্তে আটকে পড়েছেন ৩৮ বছর বয়সি ওয়াশিন জাহাঙ্গির। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছে, প্রায় এক মাস আগে হাঁপানির চিকিৎসার জন্য বোন এবং দুই বোনঝির সঙ্গে ভারতে এসেছিলেন। ওয়াশিন জাহাঙ্গির এবং তাঁর বোন উভয়েরই শ্বশুরবাড়ি করাচিতে। শুক্রবার নিজেরা সীমান্ত পার করতে না পারলেও, দুই কন্যাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছেন তাঁরা। ওয়াশিন বলেন, “আমার স্বামী এবং দুই সন্তান সীমান্তের ওপারে অপেক্ষা করছেন। আমাকেও পাকিস্তানে অর্ধেক নাগরিকত্ব দেওয়া হয়ে গিয়েছে। আমার সব নথিপত্র রয়েছে। তা-ও আটকে গিয়েছি।”২৭ এপ্রিলের পর পাকিস্তানিদের ভিসা বাতিলের নির্দেশ ভারতীয় বিদেশ মন্ত্রকের। তার আগে এ দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ‘মেডিক্যাল ভিসা’র মেয়াদ শেষ হচ্ছে ২৯ এপ্রিল।

আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগরিকত্ব নিয়ে ‘জোট’! সীমান্তে নাগরিকত্ব জটে আটকে একাধিক মহিলা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানিদের দেশ ছাড়া নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। এরপরেই শুক্রবার পাঞ্জাবের অমৃতসরের অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে প্রায় ১৯১ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। তবে বেশ কয়েকজন ভারতীয় মহিলা সীমান্তে পেরতে গিয়ে সমস্যা পড়েছেন বলে খবর। তাঁদের শ্বশুড়বাড়ি পাকিস্তানে। স্বামী-সংসার সেখানে। অথচ পাসপোর্ট তাঁদের ভারতের। এই জটিলতায় পড়ে শুক্রবার পর্যন্ত তাঁরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যেতে পারেননি। পাকিস্তানি নাগরিকরা সীমান্ত পার করতে পারলেও ভারতীয় পাসপোর্ট অধিকারীদের পাকিস্তানের শ্বশুরবাড়িতে ফিরতে সমস্যা হচ্ছে বলে দাবি সীমান্তে আটকে পড়া মহিলাদের।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

আরও পড়ুন: ৭০ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন নাজিবুল

অটারী-ওয়াঘা সীমান্তে আটকে পড়েছেন ৩৮ বছর বয়সি ওয়াশিন জাহাঙ্গির। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছে, প্রায় এক মাস আগে হাঁপানির চিকিৎসার জন্য বোন এবং দুই বোনঝির সঙ্গে ভারতে এসেছিলেন। ওয়াশিন জাহাঙ্গির এবং তাঁর বোন উভয়েরই শ্বশুরবাড়ি করাচিতে। শুক্রবার নিজেরা সীমান্ত পার করতে না পারলেও, দুই কন্যাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছেন তাঁরা। ওয়াশিন বলেন, “আমার স্বামী এবং দুই সন্তান সীমান্তের ওপারে অপেক্ষা করছেন। আমাকেও পাকিস্তানে অর্ধেক নাগরিকত্ব দেওয়া হয়ে গিয়েছে। আমার সব নথিপত্র রয়েছে। তা-ও আটকে গিয়েছি।”২৭ এপ্রিলের পর পাকিস্তানিদের ভিসা বাতিলের নির্দেশ ভারতীয় বিদেশ মন্ত্রকের। তার আগে এ দেশ ছাড়তে হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ‘মেডিক্যাল ভিসা’র মেয়াদ শেষ হচ্ছে ২৯ এপ্রিল।

আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

 

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প দৃঢ়: সিওলেতে পৌঁছে লিখলেন অভিষেক