২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুরকে কুর্নিশ জানাতে বঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন, তৃণমূলের পক্ষে আনা হবে প্রস্তাব

চামেলি দাস
  • আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
  • / 167

পুবের কলম প্রতিবেদক: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে যে যা প্রশ্ন তুলুক,  এই অভিযানের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে আনা হবে প্রস্তাব। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে এই প্রস্তাব আনা হবে। এজন্য বিশেষ অধিবেশনও ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া সম্প্রতি বিধানসভায় পাস হওয়া যে সমস্ত বিলগুলি রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেগুলিতে যাতে রাজ্যপাল স্বাক্ষর করেন সে বিষয়ে পদক্ষেপ নিতেও প্রস্তাব পেশ হবে বিধানসভায়।

আগামী ৯ জুন, সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা।  দুই সপ্তাহ ধরে এই অধিবেশন চলার সূচি রয়েছে। তৃণমূল পরিষদের দল সূত্রের খবর, অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে আসন্ন অধিবেশনেই বিধানসভায় প্রস্তাব পেশ করা হবে।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

অপারেশন সিঁদুরের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই পরপর দুদিনের কর্মসূচি পালিত হয়েছে| অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছিলেন| মঙ্গলবার এই বিষয়ে দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হয়েছে| এবার বঙ্গ বিধানসভায় অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হতে চলেছে শাসকদলের পক্ষ থেকে|

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

উল্লেখ্য, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিধানসভায় পাস হওয়া কোনও বিল রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। বঙ্গ বিধানসভায় পেশ হওয়া বেশ কয়েকটি বিল এখনও রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে|  এর মধ্যে অপরাজিতা বিল, গণপিটুনি বিল ইত্যাদির নাম উল্লেখ করা যেতে পারে| নির্দিষ্ট সময়ের মধ্যে রাজভবনকে বিধানসভায় পাস হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে| এই বিষয়ে রাজ্যপালের অনুমোদন বাধ্যতামূলক করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে। এই সংবিধান সংশোধন যাতে করা যায় তার জন্য বাদল অধিবেশনে বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হতে পারে।

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

বিরোধীরা অবশ্য আসন্ন অধিবেশনে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে আলোচনার পক্ষপাতি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে প্রস্তাব এলে তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন সিঁদুরকে কুর্নিশ জানাতে বঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন, তৃণমূলের পক্ষে আনা হবে প্রস্তাব

আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে যে যা প্রশ্ন তুলুক,  এই অভিযানের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে আনা হবে প্রস্তাব। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে এই প্রস্তাব আনা হবে। এজন্য বিশেষ অধিবেশনও ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া সম্প্রতি বিধানসভায় পাস হওয়া যে সমস্ত বিলগুলি রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেগুলিতে যাতে রাজ্যপাল স্বাক্ষর করেন সে বিষয়ে পদক্ষেপ নিতেও প্রস্তাব পেশ হবে বিধানসভায়।

আগামী ৯ জুন, সোমবার থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা।  দুই সপ্তাহ ধরে এই অধিবেশন চলার সূচি রয়েছে। তৃণমূল পরিষদের দল সূত্রের খবর, অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে আসন্ন অধিবেশনেই বিধানসভায় প্রস্তাব পেশ করা হবে।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

অপারেশন সিঁদুরের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই পরপর দুদিনের কর্মসূচি পালিত হয়েছে| অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের আর্জি জানিয়েছিলেন| মঙ্গলবার এই বিষয়ে দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হয়েছে| এবার বঙ্গ বিধানসভায় অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বিশেষ অধিবেশন ডাকা হতে চলেছে শাসকদলের পক্ষ থেকে|

আরও পড়ুন: বেহাল রাস্তা নিয়ে উত্তপ্ত বিধানসভা, ড্রপ বক্স রাখার পরামর্শ অধ্যক্ষের

উল্লেখ্য, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিধানসভায় পাস হওয়া কোনও বিল রাজ্যপাল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। বঙ্গ বিধানসভায় পেশ হওয়া বেশ কয়েকটি বিল এখনও রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে|  এর মধ্যে অপরাজিতা বিল, গণপিটুনি বিল ইত্যাদির নাম উল্লেখ করা যেতে পারে| নির্দিষ্ট সময়ের মধ্যে রাজভবনকে বিধানসভায় পাস হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে| এই বিষয়ে রাজ্যপালের অনুমোদন বাধ্যতামূলক করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে। এই সংবিধান সংশোধন যাতে করা যায় তার জন্য বাদল অধিবেশনে বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হতে পারে।

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

বিরোধীরা অবশ্য আসন্ন অধিবেশনে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে আলোচনার পক্ষপাতি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে প্রস্তাব এলে তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।